কাজী নজরুলকে জাতীয় কবি ঘোষণার গেজেট প্রকাশের অনুমোদন
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪ ০৬:৪৮ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪ ০৬:৪৮ পিএম
কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে ভ‚ষিত করে গেজেট প্রকাশের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
আজ বৃহস্পতিবার দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কবি কাজী নজরুল ইসলামকে ‘জাতীয় কবি’ হিসেবে ভূষিত করে গেজেট প্রকাশের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এর উদ্যোক্তা ছিল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এত দিন মুখে মুখে প্রেম ও দ্রোহের কবি কাজী নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দেয়া হলেও এর কোনো দালিলিক ভিত্তি ছিল না। অবশেষে কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা দিয়ে গেজেট হতে যাচ্ছে।
আরও পড়ুন
- না ফেরার দেশে কবি হেলাল হাফিজ
- ‘এই পদ্মা এই মেঘনা’ গানের গীতিকার আবু জাফর আর নেই
- কবি মাকিদ হায়দার মারা গেছেন
- গার্ডিয়ান পাবলিকেশনের প্রকাশক নূর মোহাম্মদ গ্রেপ্তার
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ফেরত দেওয়ার কারণ জানালেন জাকির তালুকদার
- বাংলা একাডেমি পুরস্কার প্রত্যাখ্যান করলেন কথাসাহিত্যিক জাকির তালুকদার