শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪ ১২:৫৩ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪ ১২:৫৩ পিএম
শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছে প্রসিকিউশন টিম।
আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে এই আবেদনটি সংশ্লিষ্ট শাখায় জমা দেওয়া হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে আবেদনের ওপর শুনানি হবে।
প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ঘটনার পর দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন এবং বর্তমানে সেখানে অবস্থান করছেন। ভারতে বসে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নানা ধরনের মন্তব্য করছেন এবং সেই বক্তব্য তার নেতাকর্মীদের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্য বলছেন। এসব বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ছে।
তাছাড়া, সর্বশেষ ভারতের মাটিতে মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত এক ভার্চুয়াল আলোচনাসভায় অংশ নিয়ে বক্তব্য দেন শেখ হাসিনা, যা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়েছে। প্রসিকিউশন দাবি করছে, শেখ হাসিনার দেওয়া এসব হেট স্পিচ বন্ধ করার জন্যই এই আবেদন করা হয়েছে।
আরও পড়ুন
- ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য নথি পাঠিয়েছেন ট্রাইব্যুনাল
- বিদেশে পলাতক ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- জুলাই গণহত্যা : সাবেক পুলিশ প্রধান মামুন ও জিয়াউলকে ট্রাইব্যুনালে হাজির
- নতুন মামলায় গ্রেপ্তার সালমান-মেনন-ইনু
- মানহানির মামলা থেকে অব্যাহতি পেলেন তারেক রহমান
- সাকিবকে আদালতে হাজির হওয়ার নির্দেশ
- ১০ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৭ জন খালাস
- ট্রাইব্যুনালে গুমের অভিযোগ জমা দিলেন মাইকেল চাকমা