1. »
  2. জাতীয়

হাসিনার পররাষ্ট্রনীতি এখন আর নেই : মুশফিক আনসারী

বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪ ০৭:৪৩ পিএম | আপডেট: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪ ০৭:৪৩ পিএম

হাসিনার পররাষ্ট্রনীতি এখন আর নেই : মুশফিক আনসারী

শেখ হাসিনার শাসনামলের পররাষ্ট্রনীতি এখন আর নেই বলে মন্তব্য করেছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। 

গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রনীতি ও ভারত ইস্যুতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ কথা বলেন। 

মুশফিক লিখেন, ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন স্বচ্ছতা, পারস্পরিক আস্থা ও সম্মানের নীতির ওপর দাঁড়িয়ে আছে। এটি এমন একটি নীতি যা জোরাল এবং সরাসরি কথা বলে, অস্পষ্টতার জন্য কোনো জায়গা নেই।

তিনি লেখেন, ‘সার্বভৌমত্ব এবং আত্মনির্ভরশীলতার মূলে থাকা বাংলাদেশ সিদ্ধান্ত গ্রহণের তৃতীয় পক্ষের সাহায্য ছাড়াই নিজস্ব বৈদেশিক বিষয়গুলো পরিচালনা করার সাহস এবং ক্ষমতা উভয়ই রাখে। যা পূর্ববর্তী হাসিনা নেতৃত্বাধীন স্বৈরাচারী শাসনামলে কারো অধীন ছিল। জাতীয় স্বার্থরক্ষায় বিশ্ব মঞ্চে বাংলাদেশের ভিন্ন কণ্ঠস্বর শোনা যাচ্ছে বলে উল্লেখ করেন মুশফিকুল ফজল আনসারী। বাংলাদেশ তার বর্তমান অবস্থান ধরে রাখতে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম বলেও মনে করেন তিনি। 

তিনি বলেন, ‘বর্তমানের এ নীতি সমতার ওপর নির্মিত একটি নীতি, যা জবরদস্তি নয়, বরং সুষম এবং ন্যায়সঙ্গতভাবে অংশীদারিত্ব বৃদ্ধি করে। তিনি আরো বলেন, ‘বাংলাদেশ আত্মবিশ্বাস ও স্বাধীনতার সাথে জটিল বৈশ্বিক গতিশীলতার সাথে পথ চলতে প্রস্তুত এবং সক্ষম, প্রতিটি কর্মকাÐে তার মর্যাদা ও নীতি সমুন্নত রাখবে।’