গিনিতে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে শতাধিক নিহত
সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪ ০৩:৩৮ পিএম | আপডেট: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪ ০৩:৩৯ পিএম
গিনিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বার্তা সংস্থা এএফপিকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে এনডিটিভি।
এতে বলা হয়, রোববার গিনির দ্বিতীয় বৃহত্তম শহর এনজেরকোরে একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে ঘটেছে এই প্রাণহানির ঘটনা।
নাম প্রকাশ না করার শর্তে এক চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালের মেঝেতে যতদূর চোখ যায় সেখানে শুধু মৃতদেহের সারি। হাসপাতাল কর্তৃপক্ষকে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে নিষেধ করা হয়েছে। ওই চিকিৎসক বলেছেন সেখানে কম হলেও একশর বেশি মানুষের মৃতদেহ রয়েছে।
তবে অন্য আরেক চিকিৎসক বলেছেন, নিহত মানুষের সংখ্যা কয়েক ডজন হতে পারে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে সংঘর্ষ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যদিও তাৎক্ষণিকভাবে এএফপি ওই ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি।
ভিডিওতে দেখা গেছে, ম্যাচ শেষে মাঠের বাইরে জনতার মধ্যে বিশৃঙ্খলা চলছে এবং রাস্তায় মৃতদেহ সারিবদ্ধ করে রাখা রয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, এনজেরকোর থানায় ভাঙচুর চালিয়ে সেখানে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।
এক প্রত্যক্ষদর্শীর বরাতে এএফপি জানিয়েছে, রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে দুই পক্ষের দর্শকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। যাতে ঝরে গেছে শতাধিক প্রাণ।
স্থানীয় গণমাধ্যম বলছে, গিনির জান্তা নেতা মামাদি দোমবুয়ার সম্মানে আয়োজিত টুর্নামেন্টের অংশ হিসেবে এই ম্যাচে অংশগ্রহণ করেছিল দুই দলের খেলোয়াড়রা। ২০২১ সালের একটি অভ্যুত্থানে ক্ষমতা দখল করে গিনির প্রেসিডেন্ট পদে বসেছিলেন মামাদি। নির্বাচনকে সামনে রেখে এসব ফুটবল ম্যাচের আয়োজন করে পশ্চিম আফ্রিকার এই দেশটি। নিহতের পাশাপাশি এই সংঘর্ষে বহু মানুষ আহত হয়েছেন বলে মনে করছেন স্থানীয়রা।
আরও পড়ুন
- গাজায় ইসরায়েলি হামলা, নিহত আরও ৩৬ নিজস্ব প্রতিবেদক
- সর্বকালের সর্বনিম্নে নেমেছে ভারতীয় রুপির দাম
- দক্ষিণ কোরিয়ায় সামরিক শাসন প্রত্যাহার, জনতার উল্লাস ডেস্ক রিপোর্ট
- দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি
- আগরতলায় বাংলাদেশি হাইকমিশনে হামলায় ৩ পুলিশ বরখাস্ত, গ্রেফতার ৭
- বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে বললেন মমতা
- আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে ভাঙচুর, জাতীয় পতাকা অবমাননা
- গাজায় ইসরায়েলি বর্বরতায় আরও ১০০ ফিলিস্তিনি নিহত