1. »
  2. রাজনীতি

শাজাহানপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার লিফলেট বিতরণ

মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪ ০৮:৩১ পিএম | আপডেট: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪ ০৮:৩১ পিএম

শাজাহানপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার লিফলেট বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের মানুষের সার্বিক কল্যাণের কথা চিন্তা করে ২০২৩ সালের ১৩ জুলাই জাতির সামনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা উপস্থাপন করেন। এ দফার যৌক্তিকতা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন গড়ার লক্ষে দলীয় নেতাকর্মীদের ব্যাপক গণসংযোগের নির্দেশ দেন। 

তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার বগুড়ার শাজাহানপুর উপজেলায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দরা ৩১ দফা সম্বলিত লিফলেট সাধারণ জনগণের হাতে তুলে দিয়ে দফা গুলোর গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। ৩১ দফা সব গুলোই যৌক্তিক বলে সমর্থন ও স্বাগত জানান শাজাহানপুরবাসী। 

দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক সানোয়ার হোসেন জানান, বগুড়ার সন্তান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে একটি নতুন বাংলাদেশ বির্নিমাণ হবে। যে বাংলাদেশে মানুষ স্বাধীন ভাবে বসবাস করতে পারবে। সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য বিপ্লব আহম্মেদ জানান, ৩১ দফা অনুযায়ী দেশ চললে রাজনীতির মাঠ পরিচ্ছন্ন থাকবে। রাজনীতির ব্যানার ব্যবহার করে কেউ রাষ্ট্রকে ব্যবহার করতে পারবে না। আইন শৃঙঙ্খলা বাহিনী বিচার ব্যবস্থা রাজনীতির প্রভাবমুক্ত থাকবে। সর্বপরি রাষ্ট্রের মঙ্গল নিহিত হবে। শুধু সানোয়ার আর বিপ্লবই নয় সর্ব শ্রেণীর পেশার মানুষ তারেক রহমান ঘোষিত ৩১ দফাকে সর্মথন ও যৌক্তিক বলে স্বাগত জানিয়েছে। 

বেলা ১১টায় মাঝিড়াস্থ উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক রাজিব আহসান ও কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে দু’টি দল বিভক্ত হয়ে উপজেলার বন্দর এলাকা, হাট বাজারে ব্যাপক গণসংযোগ করেছেন। 

গণসংযোগকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, আবু শাহীন সানি, বগুড়া জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, শাজাহানপুর উপজেলা যুবদলের আহবায়ক সোহেল আরমান রাজু, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আজাদুল ইসলাম আজাদ, সদস্য সচিব হাসান আলী, যুগ্ম-আহবায়ক মমিন, দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত নেতা আইয়ুব আলী, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্র, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, বিএনপি নেতা আতাহার আলী কাইয়ুম, মোশারফ হাসানসহ বিএনপি ও অঙ্গ সহয্গেী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।