এক সপ্তাহ ‘জাতীয় ছাত্র সংহতি দিবস’ পালনের ঘোষণা
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪ ১০:৩৩ এএম | আপডেট: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪ ১০:৩৩ এএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ আগামী সাতদিনের জন্য 'জাতীয় ছাত্রসংহতি দিবস' ঘোষণা করেছেন।
গতকাল সোমবার (২৫ নভেম্বর) রাতে বাংলামোটরে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এই ঘোষণা দেন।
আলোচনায় ১৮টি ছাত্র সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আলোচনার আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল ঢাকার কলেজগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিরসনে কীভাবে কার্যকর পদক্ষেপ নেয়া যায়। আলোচনায় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
হাসনাত আব্দুল্লাহ ছাত্র সংগঠনগুলোর মধ্যে ঐক্য জোরদারের আহ্বান জানিয়ে বলেন, ফ্যাসিবাদমুক্ত দেশ গঠনে জাতীয় ঐক্য অটুট রাখা জরুরি।
তিনি আরও বলেন, আওয়ামী লীগকে কোনোভাবেই রাজনৈতিক পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না। এটি শুধু জাতিকে আরও গভীর সংকটে ঠেলে দেবে।
তিনি বলেন, আমরা গত কয়েক দিন যাবত দেখছি আওয়ামী ফ্যাসিবাদীদের পুনর্বাসনে নানা ষড়যন্ত্র চলছে। এমনকি একইসময়ে বিভিন্ন প্রাতিষ্ঠানিক আন্দোলন শুরু হয়েছে। ছাত্র পরিচয়ে লুঙ্গি পরা ব্যক্তিরাও এসে শিক্ষার্থীদের পিটাচ্ছে, যাদেরকে যে কেউ দেখলেই বুঝতে সক্ষম তারা কারা।
সংহতি সপ্তাহ পালনের ঘোষণায় তিনি বলেন, আমরা দেখেছি রিকশাচালকদের আন্দোলনেও ছাত্রলীগ উসকানি দিয়েছে এবং সহিংস পরিস্থিতি তৈরির চেষ্টা করেছে। তাই আজকে আমরা সকল ছাত্রসংগঠন একমত হয়েছি যে, আগামী এক সপ্তাহ আমরা ‘জাতীয় ছাত্রসংহতি সপ্তাহ’ পালন করবো।
আরও পড়ুন
- নতুন বাংলাদেশের যাত্রায় বাধা হয়ে দাঁড়াচ্ছে চলমান অপচেষ্টা : প্রধান উপদেষ্টা
- আগামী নির্বাচন অনেক কঠিন হবে : তারেক রহমান
- নির্বাচনমুখী হয়ে গেলে কেউ আর ষড়যন্ত্র করার সাহস পাবে না : ড. মোশাররফ
- হাসিনার পররাষ্ট্রনীতি এখন আর নেই : মুশফিক আনসারী
- রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা
- বাংলাদেশ কঠিন সময় পার করছে : প্রধান উপদেষ্টা
- ভারতের উচিত বাংলাদেশের নতুন বাস্তবতা উপলব্ধি করা : মাহফুজ আলম
- রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ