1. »
  2. রাজনীতি

বগুড়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মীসভা অনুষ্ঠিত

সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ ০৮:১৯ পিএম | আপডেট: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ ০৮:১৯ পিএম

বগুড়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মীসভা অনুষ্ঠিত

বগুড়ায় সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিক নির্দেশনামূলক যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার বেলা ৩টায় বগুড়া শহরের শহিদ টিটু মিলনায়তনে স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান যৌথ কর্মী সভায় সভাপতিত্ব করেন। 

কর্মী সভায় বক্তরা বলেন, জুলাই-আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনের আন্দোলনে নিহত ও আহত এবং পঙ্গুত্ব বরণ কারীদের সঠিক তালিকা তৈরী করে দেশের মানুষকে জানাতে হবে। টাকার জন্য কেও অধিকার আদায়ের লড়ায়ে জীবন দেয়নি। মানুষের অধিকার আদায়ের জন্য জীবন বিলিয়ে দিয়েছে শহিদ হয়েছে। 

জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ এবং জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম শুভ’র পরিচালনায় কর্মী সভায় বক্তারা আরো বলেন, এই বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। যদি আমরা সঠিক মানুষের হাতে নেতৃত্বে দিতে পারি, তাহলে দেশর মানুষ তাদেও সকল-অধিকার এবং অর্থনৈতিক মুক্তি খুঁজে পাবে। রাজনীতির মূল উদ্দেশ্য কেবল ক্ষমতায়ন নয়। আমাদের গড়ে তুলতে হবে একটি অন্তর্ভূক্তিমূলক উদার ও গণতান্ত্রিক বাংলাদেশ। বিএনপি সরকার গঠন করলে বিনিয়োগ প্রক্রিয়া সহজ করা হবে। নতুন রপ্তানী পণ্যের বিদেশী বাজার সৃষ্টি করা হবে। এবং চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী দক্ষ জনশক্তি তৈরী করা হবে। 

যৌথ কর্মী সভায় আরো বক্তব্য রাখেন যুবদলে কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল। ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, যুবদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোখতার হোসাইন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল আকতার, বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান। 

উপস্থিত ছিলেন শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোকী, শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙ্গ, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমনসহ জেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।