ইসরাইলে ৩৪০টি ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লাহর
সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ ০১:২৬ পিএম | আপডেট: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ ০১:২৬ পিএম
_upscayl_1x_realesrgan-x4plus20.png)
ইসরাইলে ৩৪০টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। প্রথমবারের মতো দক্ষিণ ইসরাইলের আশদদ নৌ ঘাঁটিতে এই হামলার কথা জানিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ।
এছাড়া তেল আবিবের একটি সামরিক ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান সমর্থিত এই গোষ্ঠীটি। এ খবর দিয়েছে আল জাজিরা।
সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হামলার আগে তেল আবিব শহরতলিসহ মধ্য ও উত্তর ইসরাইলের বেশ কয়েকটি স্থানে বিমান হামলার সাইরেন বাজছিল।
ইসরাইল সেনাবাহিনী জানিয়েছে, তেল আবিবসহ মধ্য এবং উত্তর ইসরাইলের আকাশে সাইরেন বাজানো হয়। এছাড়া উত্তর ইসরাইলে ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে।
দেশটির সেনাবাহিনী স্বীকার করেছে, লেবানন থেকে ২৫০টি প্রজেক্টটাইল ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
ওদিকে মেডিকেল সংস্থা জানিয়েছে, এসব হামলায় ১১ জন গুরুতর আহত হয়েছেন। মধ্য বৈরুতে ইসরাইলি হামলায় ২৯ জন নিহতের ঘটনার একদিন পরই লেবানন থেকে এই হামলা চালানো হলো।
আরও পড়ুন
- ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান হামলায় আরো ৪০ ফিলিস্তিনি নিহত
- বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশটির জনগণ : যুক্তরাষ্ট্র
- ট্রাম্পের প্রস্তাব প্রত্যখ্যান, হার্ভার্ডের ২.২ বিলিয়ন ডলারের তহবিল স্থগিত
- ওয়াকফ আইন নিয়ে আবার উত্তপ্ত মুর্শিদাবাদ, ৩ জনের মৃত্যু
- গাজায় ইসরায়েলি বর্বরতায় মৃতের সংখ্যা ছাড়াল ৫০ হাজার ৯০০
- ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স
- ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের আশ্রয় দেবে ইন্দোনেশিয়া
- বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমে ৪ বছরের মধ্যে সর্বনিম্ন