বগুড়ায় কনসার্টে খুন : নয় জনের বিরুদ্ধে মামলা
সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ ০১:২৫ পিএম | আপডেট: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ ০১:২৮ পিএম
বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে কনসার্ট দেখতে এসে ছুরিকাঘাতে মেহেদী হাসানকে হত্যার ঘটনায় তিন জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় হত্যাকাণ্ডের কারণ হিসেবে পূর্ব শত্রুতার জেরের কথা উল্লেখ করেছেন বাদী।
গতকাল রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় বগুড়া সদর থানায় নিহতের মা মোছা. সুকী বেগম শ্যামলা বাদী হয়ে এই মামলা করেন।
হত্যাকাণ্ডে অভিযুক্তরা হলেন- বগুড়া শহরের জহুরুল নগর এলাকার মো. রকি (২১), মো. মতি (২০) ও মো. শাকিল (২১)। এ ছাড়া মামলায় আরও অন্তত ৬ জনকে আসামি করা হয়েছে।
প্রসঙ্গত, গত শনিবার রাত পৌনে নয়টার দিকে শহরের সরকারি আজিজুল হক কলেজে কনসার্ট দেখতে এসে ছুরিকাঘাতের শিকার হন মেহেদী। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মেহেদী বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বাঁশহাটা (উত্তরপাড়া) গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তবে তারা বগুড়া শহরের মালগ্রাম এলাকায় বসবাস করতেন।
এজাহার সূত্রে জানা যায়, মেহেদী হাসান (১৯) একজন ইলেকট্রিক মিস্ত্রী। তার সাথে আসামিদের বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে শত্রুতা চলে আসছিল। তারা বিভিন্ন সময়ে মেহেদীকে মারার চেষ্টাও করেছে।
এমন অবস্থা চলাকালে গত ২৩ নভেম্বর রাত সাড়ে ৭ টার দিকে মেহেদী হাসান সরকারি আজিজুল হক কলেজে আয়োজিত কনসার্ট দেখতে যায়। কনসার্ট দেখে ফেরার সময় কলেজের দক্ষিণ পাশে ১০ বিল্ডিংয়ের সামনে আগে থেকে সেখানে থাকা আসামিরা মেহেদীকে একা পেয়ে হামলা করে।
এজাহারে উল্লেখকৃত আসামিরা চাকু দিয়ে রক্তাক্ত জখম করে। এক পর্যায়ে চাকু দিয়ে মেহেদীর পেটে আঘাত করলে ভুড়ি বের হয়ে যায়। এরপর ঘটনাস্থলে মেহেদীর মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে আসামিরা পালিয়ে যায়। পরবর্তীতে মেহেদীকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, নিহতের মা সদর থানায় তিনজনকে আসামি করে একটি এজাহার দায়ের করেছেন। এই হত্যাকাণ্ডকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুলিশের তদন্ত কার্যক্রম চলমান আছে।
আরও পড়ুন
- লক্ষ্মীপুরে গৃহবধূকে হাত-পা বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ
- ঈদের কেনাকাটা করতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী, পাবনায় প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টা
- গাজীপুরে একই পরিবারের তিন জনের লাশ উদ্ধার
- দেশের ১৪ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা, সতর্কতা জারি
- টঙ্গীতে বেতন-বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ
- অভ্যুত্থানে শহীদের মেয়েকে ধর্ষণ, মূল হোতা গ্রেপ্তার
- ঈদের ছুটি বাড়ানোর দাবিতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ
- দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পুর্বাভাস