রাজধানীতে ট্রেনের ৩ বগি লাইনচ্যুত
সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ ১০:৫৯ এএম | আপডেট: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ ১০:৫৯ এএম
17.jpeg)
রাজধানীর উত্তরায় পণ্যবাহী একটি ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে টঙ্গীতে ঢাকাগামী সকল ট্রেন আটকা পড়েছে।
আজ সোমবার (২৫ নভেম্বর) সকালে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় উত্তরার জয়নাল মাকের্ট এলাকায় এ দুর্ঘটনা হয়।
কমলাপুর স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বলেন, ঢাকা ছেড়ে যাওয়া একটি মালবাহী ট্রেনের তিনটি বগি উত্তরায় লাইনচ্যুত হয়েছে।
তিনি বলেন, ‘আমাদের উদ্ধারকারী ট্রেন সেখানে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। দ্রুত লাইন ঠিক হয়ে যাবে বলে আশা করছি।’
টঙ্গী রেলওয়ে জংশনের সহকারী উপপরিদর্শক (এএসআই) আমিনুল ইসলাম আজ সকাল সাড়ে ১০ টায় কালের কণ্ঠকে বলেন, সকাল ৬টায় জয়নাল মার্কেট এলাকায় মালবাহী বগি লাইনচ্যুত হয়।
এতে ঢাকার সাথে টঙ্গীর রেল যোগাযোগ এক লাইনে হচ্ছে। টঙ্গী থেকে ঢাকায় ট্রেন যেতে পারছে না কিন্তু ঢাকা থেকে বের হতে পারছে। বর্তমানে টঙ্গী জংশনে দুটি ট্রেন আটকা পড়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন
- লক্ষ্মীপুরে গৃহবধূকে হাত-পা বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ
- ঈদের কেনাকাটা করতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী, পাবনায় প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টা
- গাজীপুরে একই পরিবারের তিন জনের লাশ উদ্ধার
- দেশের ১৪ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা, সতর্কতা জারি
- টঙ্গীতে বেতন-বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ
- অভ্যুত্থানে শহীদের মেয়েকে ধর্ষণ, মূল হোতা গ্রেপ্তার
- ঈদের ছুটি বাড়ানোর দাবিতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ
- দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পুর্বাভাস