উচ্চ আদালতের নির্দেশনার আলোকে অটোরিকশা সমস্যার সমাধান : স্বরাষ্ট্র উপদেষ্টা
রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ ০৬:৪২ পিএম | আপডেট: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ ০৬:৪২ পিএম
উচ্চ আদালতের নির্দেশনার আলোকে অটোরিকশা চলাচল বিষয়ক সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ রবিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে উপদেষ্টা এ কথা জানান।
উচ্চ আদালত অটোরিকশা বন্ধের নির্দেশ দিয়েছেন। চলাচলের সুযোগ দেওয়ার দাবিতে কয়েকদিন ধরে রাজধানীজুড়ে বিক্ষোভ করছেন অটোরিকশা চালকরা।
রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন অটোরিকশা চালকরা- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, অটোরিকশার বিষয়টি উচ্চ আদালতে রয়েছে। এখন যদি এটা নিয়ে আমি একটা উত্তর দেই, সেটাতে আদালত অবমাননা হয়ে যেতে পারে। উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসে, সেই নির্দেশনা মতেই আমরা কাজ করবো। আমরা আশা করতে পারি একটা ভালো নির্দেশনা আসবে এবং ওই নির্দেশনার আলোকে অটোরিকশার সমস্যা সমাধান হবে। উচ্চ আদালত থেকে আজকের মধ্যেই নির্দেশনা আসবে বলেও জানিয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, অটোরিকশা চালকদের প্রতি আহবান তারা যাতে শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করে। ভাঙাভাঙি তো কেউ চায় না। এটা করে কিন্তু তারা জনপ্রিয়তা হারাচ্ছে। তারা তাদের দাবি সোহরাওয়ার্দী উদ্যানে জানাতে পারে। তাহলে ট্রাফিক জ্যামটা তো কম হয়।
আপনাদের কথা তারা শুনবে কি না- এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘মানবে না কেন? বাংলাদেশেই তো দেশ। আমাদের ভাই, বোনই, অবশ্যই মানবে। তাদের দাবি আমরা মানব, আমাদের দাবি তারা মানবে।’
আরও পড়ুন
- সুষ্ঠু নির্বাচনের জন্য যা করা দরকার তাই করব : সিইসি
- শপথ নিলেন সিইসি ও ৪ কমিশনার
- নির্বাচন যত দেরিতে হবে, ততই ষড়যন্ত্র বাড়বে : তারেক রহমান
- বিএনপি যতই চাপ দিক, সংস্কারের ওপর ভিত্তি করেই নির্বাচন : নাহিদ
- দেশে ফ্যাসিবাদের জনক শেখ মুজিবুর রহমান : মির্জা ফখরুল
- ৫৪ নদীর ন্যায্য হিস্যা নিয়ে কাজ করা হবে : অর্থ উপদেষ্টা
- ২ মার্চ 'জাতীয় পতাকা দিবস' হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান মঈন খানের
- ভিসা দেয়া না দেয়া ভারতের অভ্যন্তরীণ বিষয় : ভূমি উপদেষ্টা