ফ্যাসিবাদের দোসররাই সিন্ডিকেট তৈরি করে দ্রব্যমূল্যের উর্ধগতি করছে : নাছির
শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ ০৮:০৭ পিএম | আপডেট: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ ০৮:০৭ পিএম
যারা ফ্যাসিবাদ তৈরি করেছে তাদের দোসররাই বাজারে সিন্ডিকেট তৈরি করে দ্রব্যমূল্যের উর্ধগতি করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
আজ শনিবার (২৩ নভেম্বর) সকালে মাদারীপুরের শিবচর উপজেলার শিবচর বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংষ্কারের ৩১ দফার বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে জনসংযোগকালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, মানুষজনের সবচেয়ে বড় অভিযোগ দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধগতি। মানুষের সবচেয়ে কষ্ট হচ্ছে দ্রব্যমূল্যের উর্ধগতির কারণে। অনেক ব্যবসায়ীরা ফ্যাসিবাদের দোসর ছিলো। তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলার জন্য দ্রব্যমূল্যেরর উর্ধগতিকে চড়াও করছে। আমাদের দল বর্তমান সরকারকে সহযোগিতা করছে। তবে এসবের সমাধান করতে পারে একটি নির্বাচিত জনগণের সরকার। আমরা এ সরকারকে উদাত্ত আহ্বান জানাব একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য যেধরনের পরিবেশ তৈরি করতে হয় সেটুকু সংস্কার করে সুষ্ঠু নির্বাচন কাঠামো গঠন করে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করবে বলে আমরা প্রত্যাশা করছি।
সরকারের আইনশৃঙ্খলা বাহিনী, বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রব্যমূল্যের উর্ধগতি কমাতে বাজার মনিটরিং করার অনুরোধ জানিয়ে ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, খুনী হাসিনার দোসর ব্যবসায়ী যারা বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে তাদের ধরে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের আহ্বান জানাচ্ছি।
নাছির উদ্দীন নাছির জানান, গত সাড়ে ১৫ বছর যারা খুনী হাসিনার বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছে, জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন, ১৪'র গণতান্ত্রিক আন্দোলন, ১৮' র আন্দোলন, ২৪'র ডামি নির্বাচন আগের আন্দোলন সহ সকল আন্দোলনে ভূমিকা রেখে শিক্ষার্থীদের জন্য কাজ করেছে এবং ভবিষ্যতে কাজ কাজ করার সক্ষমতা রয়েছে তাদেরকেই ছাত্রদলের সাংগঠনিক কাঠামোতে অন্তর্ভুক্ত করা হবে। কোন অনুপ্রবেশকারী এবং খুনী সংগঠন ছাত্রলীগের কেউ ছাত্রদলে স্থান পাবে না।
এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ধানের শীষের ছবি সংযুক্ত শুভেচ্ছা স্মারক উপহার দেন তিনি। তখন সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের মতামত প্রদান করার আহ্বান জানান। তিনি বলেন, প্রয়োজনে আমাদের বিরুদ্ধে মতামত দেন তাও নিজেদের মতপ্রকাশের স্বাধীনতা প্রকাশ করুন।
পরে দেশের কওমি শিক্ষা বোর্ডের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান শিবচরের জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসায় যান। এসময় কুশল বিনিময় করেন শিক্ষক-শিক্ষার্থীদের সাথে। সেখানে মাদ্রাসা শিক্ষার্থীদের উদ্দেশ্যে নাছির উদ্দীন নাছির বলেন, আলেম ওলামাদের সবচেয়ে সম্মান দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপির সাথে আলেম সমাজের ঐতিহাসিক সুসম্পর্ক রয়েছে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা শাপলা চত্বরে আলেমদের হত্যা করেছে। তখন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এর প্রতিবাদ জানিয়েছিলো। বেগম জিয়া একাধিকবার আলেম ওলামাদের হত্যা এবং হয়রানির প্রতিবাদ জানিয়েছিলো। বিএনপি ক্ষমতায় আসলে মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে আরও এগিয়ে নিয়ে যাবে। সবখানে গুরুত্ব দেওয়া হবে মাদ্রাসা শিক্ষার্থীদের। এছাড়া দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য মাদ্রাসা শিক্ষার্থী এবং আলেম ওলামার কাছে দোয়া চান তিনি।
নাছির উদ্দীন নাছির আরও বলেন, খুনী আওয়ামী লীগ সরকার কওমি সনদকে স্বীকৃতি দিলেও কওমি সনদের কার্যকারিতা নেই। কওমি শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘ দিনের দাবি সনদের স্বীকৃতির কার্যকারিতা এখনও বাস্তবে দেখা যায় না। অর্থাৎ এই সনদধারী কেউ এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো সরকারি চাকরিতে সুযোগ পাননি। কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে।
জনসংযোগকালে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি সোহেল রানা, সহ-সামাজিক যোগাযোগ ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক মোস্তাছিম বিল্লাহ অপু, মাদারীপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকির, সদস্য সচিব কামরুল হাসান এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- শেখ হাসিনা তার বাবাকে দ্বিতীয়বার হত্যা করেছে : গয়েশ্বর
- বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বিএনপির বৈঠক
- রাজধানীর মোহাম্মদপুরে শহীদ ও আহত পরিবারের পাশে তারেক রহমান
- ওবায়দুল কাদের কীভাবে দেশ ছাড়ল, জবাব চান জয়নুল আবদীন ফারুক
- লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ
- প্রয়োজনীয় সংস্কার করে আগামী বছরের মধ্যেই নির্বাচন করা সম্ভব : গণতন্ত্র মঞ্চ
- নির্বাচন চ্যালেঞ্জিং হবে, নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রস্তুুতি নিতে হবে : দুদু
- দীর্ঘ দেড় যুগ ধরে মানুষ ভোট দেয়ার প্রতিক্ষায় আছে : কাইয়ুম চৌধুরী