ছাত্র-জনতার গণআন্দোলনে আহত রানার পাশে ‘আমরা বিএনপি পরিবার’
শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ ০৭:০৩ পিএম | আপডেট: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ ০৭:০৩ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় গত ৫ আগস্ট গণআন্দোলন চলাকালে পুলিশের গুলিতে আহত রানাকে চিকিৎসা সহায়তা দিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।
আজ নভেম্বর ২২, ২০২৪ শুক্রবার ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে প্রতিনিধি দলটি আহত রানার ঢাকার শ্যামলীর ২ নং রোডের বাসায় যান। আহত রানার মায়ের সাথে কথা খোঁজ-খবরের পাশাপাশি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য শাহাদত হোসেন, শেকৃবি ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক নাহিয়ান হোসেন, ছাত্রদল নেতা মিজানুর রহমান রনি, শারিফুল ইসলাম, মিসবাহ, রুবেল প্রমুখ।
উল্লেখ্য, ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে গত ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পলায়নের দিন দুপুরে পুলিশের গুলিতে রানা শ্যামলীতে আহত হন।
আরও পড়ুন
- চন্দনাইশে অসহায় গিয়াস উদ্দিনের পরিবারের পাশে তারেক রহমান
- নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট: মির্জা ফখরুল
- সংস্কার ও বিচারবিহীন নির্বাচন মেনে নেওয়া হবে না : নাহিদ
- গণহত্যা চালানোয় ফ্যাসিস্ট হাসিনাকে পালাতে হয়েছে : সেলিমা রহমান
- স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচী ঘোষণা
- চাঁদাবাজি মামলায় নতুন দল এনসিপির প্রতিনিধি গ্রেফতার
- মুক্তিযুদ্ধ এবং গণঅভ্যুত্থানকে এক কাতারে রাখা সমুচিত নয়: সালাহউদ্দিন আহমেদ
- ভোটারের বয়স ১৬, প্রার্থীর বয়স ২৩ করার প্রস্তাব দেবে এনসিপি