প্রশ্নফাঁসের অভিযোগে ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা বাতিলে রুল
সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪ ০৪:৩৮ পিএম | আপডেট: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪ ০৪:৩৮ পিএম
প্রশ্নফাঁসের অভিযোগে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা কেন বাতিল করা হবে না মর্মে রুল প্রদান করেছেন হাইকোর্ট। এছাড়া, এক অন্তর্বর্তীকালীন আদেশে সিআইডিকে এ বিষয়ে তদন্ত করে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার (১৮ নভেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাহ নাভিলা কাশফি।
গত ২৩ অক্টোবর ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে ২৪ জন শিক্ষার্থী হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে মন্ত্রীপরিষদ সচিব, পিএসসির চেয়ারম্যান, জনপ্রশাসন সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়।
এর আগে, ২৬ সেপ্টেম্বর প্রশ্নফাঁস ও জালিয়াতির অভিযোগ ওঠার পর এপ্রিলে অনুষ্ঠিত ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা বাতিলের জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হয়। অ্যাডভোকেট শাহ নাভিলা কাশফি ওই ২৪ জন শিক্ষার্থীর পক্ষে নোটিশ পাঠান।
নোটিশে মন্ত্রীপরিষদ সচিব, পিএসসির চেয়ারম্যান, জনপ্রশাসন সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিবসহ ১৪ জনকে উদ্দেশ্য করে ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা বাতিলের পদক্ষেপ নিতে বলা হয়।
এদিকে, ৯ মে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হয়, যাতে ১০ হাজার ৬৩৮ জন উত্তীর্ণ হন। প্রশ্নফাঁসের অভিযোগ সম্পর্কে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনও নোটিশে উল্লেখ করা হয়েছিল।
আরও পড়ুন
- গাজীপুরে এক মামলায় খালাস পেলেন তারেক রহমান
- সিলেট ছাত্রলীগ নেতাদের দুই মামলায় তারেক রহমানকে খালাস প্রদান
- ২১ আগস্ট গ্রেনেড হামলা : তারেক রহমানসহ সব আসামি খালাস
- ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায় আগামীকাল
- জামিন পেলেন তাবাসসুম উর্মি
- আপিল বিভাগেও জামিন পাননি হলমার্কের জেসমিন
- আইনজীবী হত্যার ঘটনায় পরিবারের মামলা দায়ের
- জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া