রেসিডেনসিয়াল কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা
রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪ ১২:২৪ পিএম | আপডেট: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪ ১২:২৪ পিএম
_upscayl_1x_realesrgan-x4plus15.png)
দেশের সব সরকারি ও বেসরকারি (মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায়ের) মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ শিক্ষাবর্ষে ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। তবে আজ রোববার (১৭ নভেম্বর) লটারি পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া বাতিলের দাবিতে রাজধানীর মিরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা।
বিক্ষোভের কারণে দুই পাশের সড়ক বন্ধ হয়ে গেছে, যা অফিসগামী যাত্রীদের জন্য সমস্যা সৃষ্টি করেছে।
এদিন সকাল ১০টার পর ছাত্ররা কলেজ থেকে বের হয়ে রাজধানীর আসাদগেট এলাকার গণভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
তাদের দাবি, চলমান লটারি পদ্ধতি বাতিল করতে হবে। ভর্তি পরীক্ষা চালু করে করতে হবে। লটারি পদ্ধতি হওয়ার কারণে নানা সময় আমরা বৈষম্যের শিকার হই। তাই এই পদ্ধতি বাতিল চাই আমরা।’
মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান জানান, শিক্ষার্থীরা এখনো সড়ক অবরোধ করে আছে এবং তাদেরকে বোঝানোর চেষ্টা চলছে। অতিরিক্ত পুলিশ ফোর্স সেখানে পাঠানো হয়েছে এবং তাদের দাবির বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।
জানা যায়, শিক্ষার্থীরা আগেই কর্মসূচি ঘোষণা করেছিল এবং সে অনুযায়ী আজ সকাল ১০টায় তারা স্কুলের সামনে বিক্ষোভ শুরু করে। পরে তারা সড়ক অবরোধ করে। এর ফলে আসাদ গেট থেকে গাবতলী যাওয়ার পথে যান চলাচল বন্ধ রয়েছে, যা শতশত মানুষকে ভোগান্তিতে ফেলেছে।
পুলিশ প্রায় দেড় ঘণ্টা ধরে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করছে, কিন্তু তারা এখনও সড়ক ছাড়েনি। আন্দোলনকারীরা অধ্যক্ষের পদত্যাগ এবং ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে অবস্থান করছে।
আরও পড়ুন
- আ'লীগ নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ঢাবিতে মিছিল, কর্মসূচি ঘোষণা
- জাবিতে ২৮৯ নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মী বহিষ্কার, বরখাস্ত ৯ শিক্ষক
- ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিকের জানাজা জুমার পর
- ধর্ষণের দ্রুততম বিচারের দাবিতে তিন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, ঢাবিতে আল্টিমেটাম
- স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটা বাতিলের আদেশ
- আজ থেকে দীর্ঘ ৪০ দিনের ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান
- বেসরকারী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত
- হল ছাড়ছেন কুয়েট শিক্ষার্থীরা