রাজধানীতে বাসায় ঢুকে ডাকাতের ছুরিকাঘাত, চিকিৎসক নিহত
শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪ ১০:৫৮ এএম | আপডেট: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪ ১০:৫৮ এএম
_upscayl_1x_realesrgan-x4plus13.png)
রাজধানীর ধানমন্ডিতে ডাকাতের ছুরিকাঘাতে এ কে এম আব্দুর রশিদ (৮৫) নামের যুক্তরাজ্য প্রবাসী এক চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী।
গতকাল বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে ধানমন্ডির ২৯৪/১ ৮/১ বাসার পাঁচতলার দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
দুজনকে হাসপাতালে নিয়ে আসা ভাড়াটিয়া বাঁধন বলেন, এ কে এম আব্দুর রশিদ ও তার স্ত্রী সুফিয়া রশিদ চিকিৎসক। তারা লন্ডন থাকেন। প্রতিবছর তারা সেপ্টেম্বরে ঢাকায় আসেন এবং ডিসেম্বরে চলে যান।
তিনি বলেন, রাতে অস্ত্রসহ ডাকাতদল বাসায় ঢুকে দুজনকে জিম্মি করে। ডাকাতি করার সময় তারা বাধা দিলে দুজনকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
আরও পড়ুন
- লক্ষ্মীপুরে গৃহবধূকে হাত-পা বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ
- ঈদের কেনাকাটা করতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী, পাবনায় প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টা
- গাজীপুরে একই পরিবারের তিন জনের লাশ উদ্ধার
- দেশের ১৪ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা, সতর্কতা জারি
- টঙ্গীতে বেতন-বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ
- অভ্যুত্থানে শহীদের মেয়েকে ধর্ষণ, মূল হোতা গ্রেপ্তার
- ঈদের ছুটি বাড়ানোর দাবিতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ
- দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পুর্বাভাস