1. »
  2. জাতীয়

সাংবিধানিক সংস্কার নিয়ে ঐক্যমতে পৌঁছানো জরুরি : প্রধান উপদেষ্টা

বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪ ০৪:৩২ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪ ০৪:৩২ পিএম

সাংবিধানিক সংস্কার নিয়ে ঐক্যমতে পৌঁছানো জরুরি : প্রধান উপদেষ্টা

সংস্কারের গতি নির্ধারণ করবে কত দ্রুত বাংলাদেশ নির্বাচনের দিকে এগোতে পারবে। এমনটাই জানিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

গতকাল বুধবার (১৩ নভেম্বর) কপ-২৯ জলবায়ু সম্মেলনের সাইডলাইনে এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। 

প্রধান উপদেষ্টা বলেন, “এটি আমাদের প্রতিশ্রুতি যে, আমরা প্রস্তুত হলেই নির্বাচন করব, এবং নির্বাচিত প্রতিনিধিরা দেশ পরিচালনা করবেন।” তিনি জানান, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ভোটের দিকে এগিয়ে নেওয়া তার লক্ষ্য। 

এছাড়া তিনি বলেন, দেশে দ্রুত সাংবিধানিক সংস্কার নিয়ে ঐক্যমতে পৌঁছানো জরুরি। এছাড়াও সরকার, সংসদ এবং নির্বাচন বিধিমালা সম্পর্কিত বিষয়ে সিদ্ধান্ত নিয়েও দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, “আমরা অন্তর্বর্তীকালীন সরকার, তাই আমাদের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত।” 

দেশের বিভিন্ন খাতে চলমান অস্থিরতা নিয়ে তিনি বলেন, “যেকোনো সরকারেরই স্থিতিশীলতা নিয়ে উদ্বিগ্ন না থাকার কথা নয়, আমরাও তাই। আমরা আশা করছি, পরিস্থিতি মীমাংসা করে শান্তিপূর্ণ আইন-শৃঙ্খলা বজায় রাখতে পারব। বিপ্লবের পর মাত্র তিন মাস হয়েছে।”