মন্ত্রণালয়ে বৈঠকের পর গাজীপুরে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার
মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪ ১০:০৭ এএম | আপডেট: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪ ১০:০৭ এএম
শ্রম মন্ত্রণালয়ে বৈঠকের পর বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় টিএনজেড গ্রুপের শ্রমিকরা মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন।
আজ সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১০টার দিকে তারা মহাসড়ক থেকে ঘোষণা দিয়ে অবরোধ প্রত্যাহার করে নেন।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোশারফ হোসেন শ্রমিকদের অবরোধ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শ্রম মন্ত্রণায়ের বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী রবিবারের মধ্য এক মাসের বেতন পরিশোধ করা হবে। বাকি বকেয়া নভেম্বরের ২৮ তারিখের মধ্যে পরিশোধ করা হবে।
এমন সিদ্ধান্ত নেওয়ার পর শ্রমিকরা অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়ে মহাসড়ক ছেড়ে দেন। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
আরও পড়ুন
- ১৪ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা
- ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সড়কের পর রেল অবরোধ, ট্রেন যোগাযোগ বন্ধ নিজস্ব প্রতিবেদক
- রাজধানীর বিভিন্ন স্থানে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ
- গাজীপুরে আজও শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল
- গাজীপুরে ফের শ্রমিকদের সড়ক অবরোধ, সংঘর্ষ-আগুনে রণক্ষেত্র
- মহাখালীতে তিতুমীর কলেজ শিক্ষার্থীদের ট্রেনে ঢিল, আহত নারী-শিশুসহ অনেকে
- চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জে টিস্যু গুদামের আগুন
- বগুড়ায় মাটি-চুনাপাথর-সিমেন্ট দিয়ে ভেজাল সার তৈরি, কারখানা সিলগালা