মন্ত্রণালয়ে বৈঠকের পর গাজীপুরে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার
মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪ ১০:০৭ এএম | আপডেট: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪ ১০:০৭ এএম
শ্রম মন্ত্রণালয়ে বৈঠকের পর বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় টিএনজেড গ্রুপের শ্রমিকরা মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন।
আজ সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১০টার দিকে তারা মহাসড়ক থেকে ঘোষণা দিয়ে অবরোধ প্রত্যাহার করে নেন।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোশারফ হোসেন শ্রমিকদের অবরোধ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শ্রম মন্ত্রণায়ের বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী রবিবারের মধ্য এক মাসের বেতন পরিশোধ করা হবে। বাকি বকেয়া নভেম্বরের ২৮ তারিখের মধ্যে পরিশোধ করা হবে।
এমন সিদ্ধান্ত নেওয়ার পর শ্রমিকরা অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়ে মহাসড়ক ছেড়ে দেন। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
আরও পড়ুন
- সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
- শীতে কাবু পঞ্চগড়, তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রিতে
- পাগলা মসজিদের দানবাক্সে মিলল ২৯ বস্তা টাকা, চলছে গণনা
- পৌষের আগেই তাপমাত্রা নামল ১০ ডিগ্রিতে
- কনকনে শীতে কাঁপছে উত্তরের জনপদ
- হাসনাত-সারজিসকে হত্যাচেষ্ঠার অভিযোগে ঢাবিতে বিক্ষোভ
- পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১২ ডিগ্রি
- ইসকন নিষিদ্ধের দাবিতে উত্তাল চট্টগ্রাম