বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন সাংগঠনিক টিম ঘোষণা
রবিবার, ১০ নভেম্বর, ২০২৪ ১২:২৫ পিএম | আপডেট: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪ ১২:২৫ পিএম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাম্য ও মানবিক বাংলাদেশ গড়ার আন্দোলনে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নতুন সাংগঠনিক টিম ঘোষণা করেছে।
গতকাল শনিবার (৯ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের পরামর্শে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোঃ আবু হোরায়রা এবং সাধারণ সম্পাদক এম. রাজিবুল ইসলাম তালুকদার বিন্দুর নেতৃত্বে এই টিম গঠিত হয়েছে। ছাত্রদলের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি শিক্ষার্থীদের কাছে পৌঁছানো, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি গঠন এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যেই এই টিমের কাজ হবে।
ছাত্রদল নেতারা জানিয়েছেন, দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের মধ্যে ছাত্রদলের ভূমিকা সুদৃঢ় করতে এবং জাতীয় উন্নয়নে শিক্ষার্থীদের মতামত ও ভাবনা শোনা ও তা বাস্তবায়নে অংশীদার করতে এই টিম কার্যকর ভূমিকা পালন করবে।
এই নতুন টিমের ঘোষণা সহ-দপ্তর সম্পাদক আনোয়ার হোসেনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশিত হয়েছে।
আরও পড়ুন
- শেখ হাসিনা তার বাবাকে দ্বিতীয়বার হত্যা করেছে : গয়েশ্বর
- বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বিএনপির বৈঠক
- রাজধানীর মোহাম্মদপুরে শহীদ ও আহত পরিবারের পাশে তারেক রহমান
- ওবায়দুল কাদের কীভাবে দেশ ছাড়ল, জবাব চান জয়নুল আবদীন ফারুক
- লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ
- প্রয়োজনীয় সংস্কার করে আগামী বছরের মধ্যেই নির্বাচন করা সম্ভব : গণতন্ত্র মঞ্চ
- নির্বাচন চ্যালেঞ্জিং হবে, নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রস্তুুতি নিতে হবে : দুদু
- দীর্ঘ দেড় যুগ ধরে মানুষ ভোট দেয়ার প্রতিক্ষায় আছে : কাইয়ুম চৌধুরী