ঢাবিতে ৭ নভেম্বরের পোস্টার ছেঁড়া নিয়ে ছাত্রদল সা'সম্পাদক এর বক্তব্য
শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪ ০৮:১০ পিএম | আপডেট: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪ ০৮:১৮ পিএম
৭ নভেম্বর বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দিন৷ বাকশালি ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রে উত্তরণের দিন ৭ নভেম্বর৷ ৭ নভেম্বরের চেতনা শুধু বিএনপি বা ছাত্রদলের নয়, বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাসী, আধিপত্যবাদবিরোধী প্রতিটি নাগরিকের জন্য ৭ নভেম্বর একটি ঐতিহাসিক বিপ্লবের মুহূর্ত৷
বিপ্লবী সিপাহী-জনতার দেশপ্রেমে সেদিন রক্ষা পেয়েছিল বাংলাদেশের স্বাধীনতা৷ সিপাহী-জনতা সেদিন তাঁদের নেতা হিসেবে সামনে নিয়ে এসেছিলেন তুমুল জনপ্রিয় সেনানায়ক জেনারেল জিয়াউর রহমানকে৷ জিয়াউর রহমানের বলিষ্ঠ নেতৃত্ব সেদিন বাংলাদেশকে একটি রাষ্ট্র হিসেবে রক্ষা করেছিল৷ জিয়াউর রহমানের রাষ্ট্রনায়কোচিত নেতৃত্ব সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি রচনা করেছিল৷ ৭ নভেম্বরের বিপ্লব না ঘটলে বাংলাদেশ একটি ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্রে পরিণত হতো৷ লুপ্ত হতে পারতো আমাদের স্বাধীনতা৷ ফলে ৭ নভেম্বর আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল দিন৷
জাতীয়তাবাদী ছাত্রদল ৭ নভেম্বর উপলক্ষে ক্যাম্পাসে পোস্টার লাগিয়েছে৷ পোস্টারে সংক্ষেপে ৭ নভেম্বরের প্রেক্ষাপট ও তাৎপর্য বর্ণনা করা হয়েছে৷ এটা কোনো ব্যক্তিগত প্রচার-প্রচারণা বা দলীয় কর্মসূচির প্রচারণা ছিল না৷ জাতির একটি ঐতিহাসিক বিপ্লবের স্মরণে একটা ক্যাম্পেইন হয়েছে।
ছাত্রদলের সাথে আপনার মতবিরোধ থাকতে পারে, পোস্টারিংয়ের ধরন নিয়ে সমালোচনা থাকতে পারে৷ এটি একটি গণতান্ত্রিক সমাজে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ৷ কিন্তু বাংলাদেশের একজন নাগরিক হিসেবে ঐতিহাসিক ৭ নভেম্বরের পোস্টার ছিড়ে অশ্রদ্ধা প্রদর্শন সমীচীন কাজ নয়৷ পোস্টার ছেড়ার জন্য আপনি মব তৈরি করতে পারেন না৷ ছাত্রদলের কর্মীদের বিরুদ্ধে মব উসকে দিতে পারেন না৷ এভাবে পেশীশক্তি প্রদর্শন করে একটি পক্ষকে কোণঠাসা করা অগণতান্ত্রিক আচরণ, যা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের স্পিরিটের পরিপন্থী। এর ফলে জুলাই-আগস্টে গণতন্ত্রকামী সকল শিক্ষার্থীর মধ্যে যে অভূতপূর্ব জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে, তাতে ফাটল ধরবে৷ আমাদেরকে সজাগ থাকতে হবে, যাতে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে পরাজিত অপশক্তি কোনো সুবিধা হাসিল করতে না পারে।
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের অংশীদার সকল ছাত্রসংগঠনকে জাতীয় ঐক্য ধরে রাখার জন্য গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করে এগিয়ে যেতে হবে৷ পরমতসহিষ্ণুতা গণতন্ত্র চর্চার প্রাথমিক শর্ত৷ আমরা সবাইকে সহনশীলতা বজায় রাখার অনুরোধ করছি৷
আরও পড়ুন
- সংস্কারের রূপরেখা বহু আগেই দিয়েছিল বিএনপি : মির্জা ফখরুল
- তারেক রহমান দেশ ও জনগণের কল্যাণে কাজ করেন : আতিকুর রহমান রুমন
- শেখ হাসিনা তার বাবাকে দ্বিতীয়বার হত্যা করেছে : গয়েশ্বর
- বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বিএনপির বৈঠক
- রাজধানীর মোহাম্মদপুরে শহীদ ও আহত পরিবারের পাশে তারেক রহমান
- ওবায়দুল কাদের কীভাবে দেশ ছাড়ল, জবাব চান জয়নুল আবদীন ফারুক
- লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ
- প্রয়োজনীয় সংস্কার করে আগামী বছরের মধ্যেই নির্বাচন করা সম্ভব : গণতন্ত্র মঞ্চ