ট্রাম্প ক্ষমতায় এলেও হাসিনার আসার সুযোগ নেই : মাহমুদুর রহমান
শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪ ০৭:৩১ পিএম | আপডেট: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪ ০৭:৩১ পিএম
ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলেও শেখ হাসিনার ক্ষমতায় আসার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। গতকাল শুক্রবার রাজধানীতে গভর্নেন্স অ্যান্ড পলিসি রিসার্চের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মাহমুদুর রহমান বলেন, ‘জুলাই বিপ্লব ছাত্র- জনতা করেছে, বিদেশি কেউ করে নাই। আমাদের মুক্তিযুদ্ধে ভারত স্বাধীন করে দিয়েছে, এই হীনন্মন্যতা তৈরি করেছে। তাই আজীবন কৃতজ্ঞ থাকার শিক্ষা দিয়েছে। এটা ভেঙে দিয়েছে জুলাই বিপ্লব। আমরা আশাবাদী স্বাধীনতা রক্ষা করতে পারব। ঐক্যবদ্ধ থাকতে হবে।’
আমার দেশ সম্পাদক বলেন, ‘ভারতের আধিপত্য থেকে এখনও মুক্ত হতে পারিনি। আমলাদের মধ্যে এখনও ভারতের দোসররা আছে।’
আরও পড়ুন
- সংস্কারের রূপরেখা বহু আগেই দিয়েছিল বিএনপি : মির্জা ফখরুল
- তারেক রহমান দেশ ও জনগণের কল্যাণে কাজ করেন : আতিকুর রহমান রুমন
- শেখ হাসিনা তার বাবাকে দ্বিতীয়বার হত্যা করেছে : গয়েশ্বর
- বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বিএনপির বৈঠক
- রাজধানীর মোহাম্মদপুরে শহীদ ও আহত পরিবারের পাশে তারেক রহমান
- ওবায়দুল কাদের কীভাবে দেশ ছাড়ল, জবাব চান জয়নুল আবদীন ফারুক
- লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ
- প্রয়োজনীয় সংস্কার করে আগামী বছরের মধ্যেই নির্বাচন করা সম্ভব : গণতন্ত্র মঞ্চ