আমির হোসেন আমু গ্রেপ্তার
বুধবার, ৬ নভেম্বর, ২০২৪ ০২:৩৫ পিএম | আপডেট: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪ ০২:৩৫ পিএম
আওয়ামী লীগের সভামণ্ডলীর সদস্য আমির হোসেন আমুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ বুধবার (৬ নভেম্বর) দুপুরে রাজধানীর ধানমণ্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় মহাজোটের সমন্বয়ক ও মুখপাত্র আমুর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আমির হোসেন আমুকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে আনা হচ্ছে।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, তার (আমু) বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পর্যায়ক্রমে তাকে গ্রেপ্তার দেখানো হবে। তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন সাবেক এই শিল্পমন্ত্রী।
আরও পড়ুন
- সংস্কারের রূপরেখা বহু আগেই দিয়েছিল বিএনপি : মির্জা ফখরুল
- তারেক রহমান দেশ ও জনগণের কল্যাণে কাজ করেন : আতিকুর রহমান রুমন
- শেখ হাসিনা তার বাবাকে দ্বিতীয়বার হত্যা করেছে : গয়েশ্বর
- বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বিএনপির বৈঠক
- রাজধানীর মোহাম্মদপুরে শহীদ ও আহত পরিবারের পাশে তারেক রহমান
- ওবায়দুল কাদের কীভাবে দেশ ছাড়ল, জবাব চান জয়নুল আবদীন ফারুক
- লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ
- প্রয়োজনীয় সংস্কার করে আগামী বছরের মধ্যেই নির্বাচন করা সম্ভব : গণতন্ত্র মঞ্চ