নর্থ ক্যারোলিনায় ট্রাম্পের বিশাল জয়
বুধবার, ৬ নভেম্বর, ২০২৪ ১১:৩৩ এএম | আপডেট: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪ ১১:৩৩ এএম
1.jpeg)
সুইং স্টেট হিসেবে পরিচিত নর্থ ক্যারোলিনায় বিশাল জয় পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ১৬টি ইলেক্টোরাল কলেজ ভোট নিয়ে নর্থ ক্যারোলিনায় জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
বিবিসি বলছে, ট্রাম্পের প্রচারণার জন্য এই জয় গুরুত্বপূর্ণ, কেননা এর মাধ্যমে নির্বাচনে জয়ের জন্য প্রয়োজনীয় ২৭০টি ইলেক্টোরাল কলেজ ভোট পাওয়ার পথে এগিয়ে গেলেন ট্রাম্প।
ট্রাম্প ২০১৬ সালে এই রাজ্যে তিন দশমিক ৬৬ শতাংশ এবং ২০২০ সালে এক দশমিক ৩৪ শতাংশ ভোটের ব্যবধানে জয়ী হন।
ডেমোক্র্যাটিক প্রার্থী হিসেবে এই রাজ্যে সর্বশেষ ২০০৮ সালে বারাক ওবামা জয়ী হয়েছিলেন। তবে বারাক ওবামা ২০১২ সালে তার পুনর্নির্বাচনের সময় রিপাবলিকান প্রার্থী মিট রমনির কাছে নর্থ ক্যারোলিনা হারান।
এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত বিবিসি, আল জাজিরা, ফক্স নিউজ, নিউ ইয়র্ক টাইমস, এপির লাইভ পূর্বাভাসগুলোতে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প অনেক ব্যবধানে এগিয়ে আছেন।
আরও পড়ুন
- ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স
- ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের আশ্রয় দেবে ইন্দোনেশিয়া
- বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমে ৪ বছরের মধ্যে সর্বনিম্ন
- ‘র’ এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ, ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালো ভারত
- ভারতীয় গোয়েন্দা সংস্থা 'র' এর ওপর মার্কিন নিষেধাজ্ঞার সুপারিশ
- গাজায় ইসরায়েলি হামলায় হামাস মুখপাত্র নিহত
- বাংলাদেশের জনগণ ও ড.ইউনূসকে ট্রাম্পের শুভেচ্ছা, সম্পর্ক জোরদারের ইঙ্গিত
- গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত আরও ৬০