মার্কিন নির্বাচন
ভোট শেষে চলছে গণনা, এগিয়ে ট্রাম্প
বুধবার, ৬ নভেম্বর, ২০২৪ ১০:৩৪ এএম | আপডেট: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪ ১১:৩৪ এএম
1.jpeg)
ভোটগ্রহণ শেষ হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের। দেশটিতে প্রায় ২৪ কোটি ৪০ লাখ ভোট দেওয়ার যোগ্য নাগরিক রয়েছেন।
গতকাল মঙ্গলবার (৫ নভেম্বর) কয়েক কোটি ভোটার সশরীরে ভোট দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে আট কোটি ২০ লাখের বেশি ভোটার আগাম ভোট দিয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের ভোট গণনা টেবিলে দেখা গেছে, বাংলাদেশ সময় বুধবার (৬ নভেম্বর) ভোর সাড়ে ৬টা পর্যন্ত গণনা করা ভোটের কমালা হ্যারিস (৪৪.৬ শতাংশ)। অপরদিকে ট্রাম্প পেয়েছেন। (৫৪.৪ শতাংশ)। প্রতি মিনিটে মিনিটে ভোট গণনার সংখ্যা বেড়ে চলছে।
যুক্তরাষ্ট্রের নির্বাচনে অবশ্য যিনি বেশি ভোট পান তিনিই প্রেসিডেন্ট নির্বাচিত হন না। এর বদলে ইলেক্টোরাল কলেজের মাধ্যমে প্রেসিডেন্ট হন।
আরও পড়ুন
- ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান হামলায় আরো ৪০ ফিলিস্তিনি নিহত
- বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশটির জনগণ : যুক্তরাষ্ট্র
- ট্রাম্পের প্রস্তাব প্রত্যখ্যান, হার্ভার্ডের ২.২ বিলিয়ন ডলারের তহবিল স্থগিত
- ওয়াকফ আইন নিয়ে আবার উত্তপ্ত মুর্শিদাবাদ, ৩ জনের মৃত্যু
- গাজায় ইসরায়েলি বর্বরতায় মৃতের সংখ্যা ছাড়াল ৫০ হাজার ৯০০
- ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স
- ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের আশ্রয় দেবে ইন্দোনেশিয়া
- বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমে ৪ বছরের মধ্যে সর্বনিম্ন