সীমান্তে কঠোর অবস্থান নিতে হবে : বিজিবিকে স্বরাষ্ট্র উপদেষ্টা
সোমবার, ৪ নভেম্বর, ২০২৪ ০২:৪৩ পিএম | আপডেট: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪ ০২:৪৩ পিএম
সীমান্তে শিথিলতা প্রদর্শন করা যাবে না এবং চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থান নিতে হবে বলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবিকে) নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ সোমবার (৪ নভেম্বর) রাজধানীর পিলখানায় বিজিবি সদর দফতরের সীমান্ত সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বিজিবিকে এ নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, বিজিবিকে তাদের আইন ও ম্যান্ডেট অনুযায়ী কার্যক্রম চালাতে হবে, এবং বর্তমানে তাদের কার্যক্রমে সাধারণ জনগণের সন্তুষ্টি বৃদ্ধি পেয়েছে। উপদেষ্টা বিজিবির সদস্যদের চেইন অব কমান্ড মেনে চলার নির্দেশ দেন, তবে বেআইনি আদেশ মানা যাবে না বলেও উল্লেখ করেন।
মতবিনিময় সভায় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় উপদেষ্টা বলেন, বিডিআর হত্যাকাণ্ডের তদন্তে কমিশন গঠন করা হবে কিনা তা এখনই বলা যাচ্ছে না, তবে পুনঃ তদন্ত দ্রুত সম্পন্ন হবে।
আরও পড়ুন
- নতুন বাংলাদেশের যাত্রায় বাধা হয়ে দাঁড়াচ্ছে চলমান অপচেষ্টা : প্রধান উপদেষ্টা
- আগামী নির্বাচন অনেক কঠিন হবে : তারেক রহমান
- নির্বাচনমুখী হয়ে গেলে কেউ আর ষড়যন্ত্র করার সাহস পাবে না : ড. মোশাররফ
- হাসিনার পররাষ্ট্রনীতি এখন আর নেই : মুশফিক আনসারী
- রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা
- বাংলাদেশ কঠিন সময় পার করছে : প্রধান উপদেষ্টা
- ভারতের উচিত বাংলাদেশের নতুন বাস্তবতা উপলব্ধি করা : মাহফুজ আলম
- রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ