সংখ্যালঘুদের নিয়ে ট্রাম্পের বক্তব্য বিব্রতকর : ধর্ম উপদেষ্টা
রবিবার, ৩ নভেম্বর, ২০২৪ ০৪:০৮ পিএম | আপডেট: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪ ০৪:০৮ পিএম
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য বিব্রতকর।
আজ রোববার (৩ নভেম্বর) সকালে সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সুন্নাহ কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশে যারা অন্যান্য ধর্মের আছেন তাদের সবার রাজনৈতিক অধিকার, ধর্মীয় অধিকার, সামাজিক অধিকার স্বীকৃত। তাই বিভিন্ন জায়গা থেকে তাদের নিপীড়নের যে অভিযোগ করা হচ্ছে তার সঙ্গে দ্বিমত পোষণ করছি।
তিনি আরও বলেন, প্রতিবছরই কিছু সংখ্যক মানুষ হজ ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত না থেকেও সরকারি খরচে হজে যেতেন। এ বছর হজ ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্তের বাহিরে কোনো কর্মকর্তা-কর্মচারীকে সরকারি টাকায় হজে যাওয়ার সুযোগ দেওয়া হবে না।
দুই দিনব্যাপী আয়োজিত সুন্নাহ কনফারেন্সে সারাদেশ থেকে দুই শতাধিক নিবন্ধিত অংশগ্রহণকারী অংশ নিয়েছে। এতে কুরআন ও হাদিসের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বলেন, আমি বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অন্য সংখ্যালঘুদের ওপর বর্বরোচিত সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি। দেশটিতে দলবদ্ধভাবে তাদের ওপর হামলা ও লুটপাট চালানো হচ্ছে। বাংলাদেশ এখন পুরোপুরিভাবে একটি বিশৃঙ্খল অবস্থার মধ্যে রয়েছে।
আরও পড়ুন
- নতুন বাংলাদেশের যাত্রায় বাধা হয়ে দাঁড়াচ্ছে চলমান অপচেষ্টা : প্রধান উপদেষ্টা
- আগামী নির্বাচন অনেক কঠিন হবে : তারেক রহমান
- নির্বাচনমুখী হয়ে গেলে কেউ আর ষড়যন্ত্র করার সাহস পাবে না : ড. মোশাররফ
- হাসিনার পররাষ্ট্রনীতি এখন আর নেই : মুশফিক আনসারী
- রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা
- বাংলাদেশ কঠিন সময় পার করছে : প্রধান উপদেষ্টা
- ভারতের উচিত বাংলাদেশের নতুন বাস্তবতা উপলব্ধি করা : মাহফুজ আলম
- রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ