খালেদা জিয়ার বিদেশযাত্রার দিনক্ষণ চূরান্ত
রবিবার, ৩ নভেম্বর, ২০২৪ ১০:৩৬ এএম | আপডেট: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪ ০৪:২১ পিএম
উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার দিনক্ষণ ঠিক হয়েছে। আগামী ৮ নভেম্বর তাকে লন্ডনে নেওয়া হবে।
মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, বিদেশ যাত্রার বিষয়টি ইতোমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। মেডিকেল বোর্ডের ৭ চিকিৎসক, নার্স ও তিন সহকারীসহ ১৬ জন তার সঙ্গে যাবেন।
সবার ভিসা প্রক্রিয়া ইতোমধ্যে শেষ হয়েছে। এর আগে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ সাংবাদিকদের জানিয়েছিলেন, বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার জন্য ইতিমধ্যে লন্ডনের কয়েকটি হাসপাতালে যোগাযোগ করা হয়েছে।
বেগম খালেদা জিয়ার বিভিন্ন শারীরিক জটিলতা রয়েছে এবং চিকিৎসকরা জানিয়েছেন, তাকে যে এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশে পাঠানো হবে, সেখানে সব ধরনের চিকিৎসা সহায়তার ব্যবস্থা থাকতে হবে। ছাত্র-জনতার আন্দোলনের ফলস্বরূপ গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। পরে ৬ আগস্ট রাষ্ট্রপতির নির্বাহী আদেশে মুক্ত হন আপসহীন নেত্রী হিসেবে খ্যাত বেগম খালেদা জিয়া। আওয়ামী লীগ সরকারের সময় দুর্নীতির দুই মামলায় তাকে কারাদণ্ড দেওয়া হয়। তিনি দুই বছরের বেশি সময় কারাবন্দী ছিলেন।
অসুস্থ বেগম খালেদা জিয়াকে একাধিকবার হাসপাতালেও ভর্তি হতে হয়েছে। তিনি দীর্ঘ সময় হাসপাতালে কাটিয়েছেন। সরকার তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি, তাই দেশে চিকিৎসকের তত্ত্বাবধানে তার অস্ত্রোপচার করা হয়।
আরও পড়ুন
- বই বিতরণ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে : শিক্ষা উপদেষ্টা
- ২০২৫ সাল হবে ঘৃণ্য অপরাধীদের বিচারের বছর : তাজুল ইসলাম
- পর্দা উঠল ২৯তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার
- আজ স্বাস্থ্য কার্ড পাবেন জুলাই বিপ্লবে আহতরা
- এখনো প্রতিবেদন জমা দেয়নি ৬ সংস্কার কমিশন
- থার্টি-ফার্স্ট নাইটে আতশবাজি, ফানুস বন্ধে থাকবে মোবাইল কোর্ট : পরিবেশ উপদেষ্টা
- মাঠ পর্যায়ের প্রশাসনই আসল সরকার : প্রধান উপদেষ্টা
- সচিবালয়ে আগুন : তদন্তের রিপোর্ট জমা আজ