1. »
  2. রাজনীতি

অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের জন্য যৌক্তিক সময় দেয়া হবে : মির্জা ফখরুল

বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪ ০৩:২৯ পিএম | আপডেট: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪ ০৩:২৯ পিএম

অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের জন্য যৌক্তিক সময় দেয়া হবে : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অন্তর্বর্তী সরকারকে সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য যৌক্তিক সময় দেওয়া হবে। তবে তাদেরকে সেই সুযোগের সৎ ব্যবহার করতে হবে।

আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, অন্যান্য বিষয়ে নজর না দিয়ে সুষ্ঠু নির্বাচন দেওয়ার দিকে বেশি মনোযোগ দিতে হবে। এই সরকারের নিজস্ব কোনো রাজনৈতিক এজেন্ডা নেই বলেও মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্টের মূল হোতা পালালেও কাঠামো এখনো তাদেরই রয়ে গেছে। ১৯৭২ সাল থেকেই যখনই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, গণতন্ত্রকে গলা টিপে হত্যার চেষ্টা করেছে। 

তিনি বলেন, রাজনীতিবিদ ছাড়া দেশের কোনো সংস্কার হয় না, হতে পারে না।