এল ক্লাসিকোতে বিধ্বস্ত রিয়াল, বড় জয় বার্সার
রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪ ০১:৫৬ পিএম | আপডেট: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪ ০১:৫৬ পিএম
মৌসুমের প্রথম এল ক্লাসিকো। তাই মাঠের লড়াইয়ের আগেই ছড়িয়েছিল উত্তাপ। তবে মাঠের খেলায় সেই রেশ ধরে রাখতে পারেনি রিয়াল মাদ্রিদ। ঘরে মাঠে খেলা হওয়ায় অনেকে এগিয়ে রেখেছিল লস ব্লাঙ্কোদের। তবে উড়ন্ত বার্সেলোনার সামনে পাত্তাই পায়নি কার্লো আনচেলত্তির শিষ্যরা। বার্সার কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে রিয়াল।
গতকাল শনিবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রবার্ট লেভানদোভস্কির জোড়া গোলে বড় তেঁতো হারের স্বাদ পায় স্বাগতিকরা। এছাড়া স্কোরশিটে নাম লেখান লামিনে ইয়ামাল ও রাফিনিয়া।
ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। হাইলাইন ডিফেন্স নিয়ে মাঠে নামে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। এতেই আটকে যায় ভিনিসিয়ুস জুনিয়র-কিলিয়ান এমবাপ্পেদের আক্রমণ। বার বার অফসাইডের ফাঁদে পড়েন রিয়াল ফরোয়ার্ডরা। প্রথমার্ধে আক্রমণে এগিয়ে থাকলেও বল জালে জড়াতে ব্যর্থ হয় রিয়াল।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৪ মিনিটে ডেড লক ভাঙে লেভানদোভস্কি। তার গোলে ম্যাচে প্রথম লিড পায় বার্সা। এর দুই মিনিট পরেই রিয়ালের জালে ফের বল জড়ান এই পোলিশ স্ট্রাইকার। বাম দিক থেকে ভেসে আসা বলে হেড করে জালে পাঠান লেভানদোভস্কি।
দুই গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে খেলতে থাকে রিয়াল। ম্যাচের ৬৬ মিনিটে গোলের দেখা পান এমবাপ্পে। তবে তা অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। অন্যদিকে ম্যাচের ৭৭ মিনিটে গোল করে দলের লিড আরও বাড়িয়ে দেন লামিনে ইয়ামাল।
আর ম্যাচের ৮৪ মিনিটে রিয়ালের কফিনে শেষ পেরেক ঠোকেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। নিজেদের অর্ধ থেকে বাড়ানো বল পেয়ে ঠান্ডা মাথার ফিনিশিংয়ে বল জালে জড়ান তিনি। শেষ পর্যন্ত ৪-০ গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। এই জয়ে ১১ ম্যাচে ১০ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করলো কাতালানরা। অন্যদিকে সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল।
আরও পড়ুন
- সাফজয়ীদের পুরস্কার দেবে অলিম্পিক অ্যাসোসিয়েশন
- গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়তে অন্তর্বর্তী সরকারকে সমর্থন করে যুক্তরাজ্য
- সিরিজ হারের পর দুঃসংবাদ পেল বাংলাদেশ
- মুশফিকের আঙুলে চোট, দ্বিতীয় ম্যাচে অনিশ্চিত
- পাপনসহ বিসিবির ১১ পরিচালকের পদ বাতিল
- চট্টগ্রামে টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ
- মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকার দাপুটে জয়
- ভারতকে উড়িয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ