1. »
  2. রাজনীতি

রাষ্ট্রপতি ইস্যুতে কোন হঠকারী সিদ্ধান্ত নেয়া যাবে না : মির্জা ফখরুল

রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪ ০১:৩৩ পিএম | আপডেট: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪ ০১:৩৩ পিএম

রাষ্ট্রপতি ইস্যুতে কোন হঠকারী সিদ্ধান্ত নেয়া যাবে না : মির্জা ফখরুল

রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে সরকারকে কোন হঠকারী সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রবিবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর শেরে-বাংলা নগর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, রাষ্ট্রপতি অপসারণের বিষয়ে হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। সাংবিধানিক নিয়মে সবকিছু করতে হবে।  

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সংস্কার শেষে যত দ্রুত সম্ভব নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। মানুষের ভোটের অধিকারের মাধ্যমেই তাদেরকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে। এর বাইরে আর কোনো সুযোগ নেই।

এসময় তিনি অভ্যুত্থানের ফল যেন নষ্ট না হয় সেজন্য জাতীয় ঐক্য দরকার বলেও মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা।