দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরগুনা ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার
শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪ ১২:০৭ পিএম | আপডেট: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪ ১২:০৭ পিএম

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বরগুনা জেলা ছাত্রদলের দুই নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
আজ শুক্রবার (২৫ অক্টোবর) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো: জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বরগুনা জেলা শাখার সহ-সভাপতি ও সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান রনি এবং বরগুনা জেলা শাখার সদস্য তপু সরকারকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।
বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হলেও কী ধরনের শৃঙ্খলা ভঙ্গ তা উল্লেখ করা হয়নি। তবে জেলা ছাত্রদলের একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে গত শুক্রবার (১৮ অক্টোবর) একাধিক মাদক মামলার আসামী বরগুনা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক শিশির ও তার ভাই জেলা ছাত্র দলের সদস্য তপু সরকার বরগুনা জেলা ছাত্রদলের সহ সভাপতি সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান রনির নেতৃত্বে এক সাংবাদিক কে দফায় দফায় মারধর করে। এক পর্যায়ে পুলিশ ঐ সাংবাদিককে উদ্ধার করতে আসলে তাদের সামনেও হামলা চালায় ছাত্র দলের নেতারা।
বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজিব বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে কেউ ছাড় পাবেনা,জাতীয়তাবাদী ছাত্রদল একটি সুশৃঙ্খল সংগঠন এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে কেউই পার পাবেনা।
এ বিষয়ে সদ্য বহিষ্কৃত ছাত্রদলের আহ্বায়ক ও সদস্যর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
আরও পড়ুন
- পঞ্চদশ সংশোধনী বাতিল প্রশ্নে রুলে পক্ষভুক্ত হলেন মির্জা ফখরুল
- চার মাস আর ছয় মাস বুঝি না, নির্বাচনের সময় জানাতে হবে : গয়েশ্বর
- রাষ্ট্রপতি থাকবে কি থাকবে না, তা নিয়ে অস্থিরতার কিছু নেই : রিজভী
- শামসুন্নাহার হলের ছাত্রলীগ নেত্রী ঊর্মি ও সূর্যসেন হলের রাকিব গ্রেপ্তার
- যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে নীলফামারীতে রক্তদান কর্মসূচি
- গণতন্ত্র রক্ষার জন্য জিয়া পরিবার অপরিহার্য : জিলানী
- রাষ্ট্রপতি ইস্যুতে কোন হঠকারী সিদ্ধান্ত নেয়া যাবে না : মির্জা ফখরুল
- হত্যার সাথে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচারের দাবীতে মানববন্ধন