জাবিতে নবীন শিক্ষার্থীদের বরণ করলো ছাত্রদল
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪ ০৮:৪০ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪ ০৮:৪০ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫৩তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ বৃহস্পতিবার ২৪ অক্টোবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের ৫৩তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।
এ সময় নবীন শিক্ষার্থীদের ফুল, ছাত্রদলের লগো সম্বলিত কলম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার কপি দিয়ে তাদের স্বাগত জানানো হয়।
এ সময় নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমন্ত্রণ পত্র পাঠ করেন জাকিরুল ইসলাম।
প্রিয় নবীন শিক্ষার্থীবৃন্দ,
দেশের অগ্রগতি ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তরুণদের ভূমিকা অগ্রগণ্য। সময় এসেছে তোমার প্রতিভা ও কলমের শক্তিকে কাজে লাগানোর। ছাত্রদল সেই প্ল্যাটফর্ম, যেখানে তারুণ্যের উদ্যম আর জ্ঞানের আলোতে গড়ে উঠবে নতুন বাংলাদেশ।
"কলমের শক্তি, তারুণ্যের উদ্যম,
নব বাংলাদেশ গড়বে ছাত্রদল"
তুমি যদি বিশ্বাস করো স্বাধীনতা, অধিকার এবং দেশের স্বার্থ রক্ষার আন্দোলনে, উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা, এসো আমাদের সঙ্গে একতাবদ্ধ হয়ে দেশের পরিবর্তনে ভূমিকা রাখো। দেশ ও জাতির কল্যাণে তোমার প্রতিভার সঠিক প্রয়োগ ঘটাও ছাত্রদলের পতাকাতলে।
এগিয়ে আসো, আমরা একসাথে গড়বো নতুন ভবিষ্যৎ!
এই নবীন বরণ অনুষ্ঠানে ছাত্রদল নেতা আদনান করিম বলেন, “আজকের এই বরণ অনুষ্ঠান আমাদের ছাত্র রাজনীতির ঐতিহ্যকে আরও শক্তিশালী করবে। আমরা আমাদের নতুন শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে সফলতার কামনা করি এবং তাদেরকে আমাদের সংগঠনের মূলনীতি গুলোকে ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানাই। ছাত্রদল সবসময়ই শিক্ষার্থীদের অধিকার, গণতন্ত্র ও সুশাসনের পক্ষে কাজ করে এসেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রস্তাব শিক্ষার্থীদের এবং দেশবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা বিশ্বাস করি, আজকের নতুন শিক্ষার্থীরা আমাদের আগামী দিনের পথপ্রদর্শক হবেন।"
ছাত্রদল নেতা মো: শাহান উদ্দিন ভূইয়া বলেন, "শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের অধিকার রক্ষা করার জন্য ছাত্রদল সর্বদা শিক্ষার্থীদের পাশে থাকবে।"
ছাত্রদলের এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
এসময় ছাত্রদলের আমির হামজা, জাকিরুল ইসলাম, মো: শাহান উদ্দিন ভূইয়া, শামসুজ্জামান সায়েম, আদনান করিম, মোঃ পিন্টু, বাবু, মোঃসাদেকুল ইসলাম, জাহিদ, তানভির, একরামুল হক, মোঃমজনু, মমিনুর রহমান, মোঃ মাসুদ, আবিদুর রহমান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- ইবি কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
- শিক্ষক নিয়োগে দুর্নীতিতে বিশ্ববিদ্যালয়গুলো পঙ্গু হওয়ার পথে : শিক্ষা উপদেষ্টা
- এসএসসি পরীক্ষা শুরু ১০ এপ্রিল
- রাবিতে পোষ্য কোটা বহাল রাখার প্রতিবাদে মানববন্ধন
- ঢাবিতে পোষ্য ও খেলোয়াড় কোটা কেন বাতিল নয় : হাইকোর্ট
- প্রাথমিকে থাকছে না পোষ্য কোটা : উপদেষ্টা
- সংকট কাটিয়ে সম্ভাবনার নতুন স্বপ্ন রাকসু ঘিরে
- ৪৭ বিসিএসের আবেদন শুরু ১০ ডিসেম্বর, শূন্যপদ ৩৬৮৮