সচিবালয়ে ঢুকে শিক্ষার্থীদের বিক্ষোভ, আটক ৫০
বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪ ০৬:১২ পিএম | আপডেট: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪ ০৬:১২ পিএম

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনরায় মূল্যায়নের দাবিতে সচিবালয়ে প্রবেশ করে বিক্ষোভ করা শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এই ঘটনায় প্রায় ৫০ জনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।
বিক্ষোভের সময় সচিবালয়ের কর্মকর্তা ও আগত অতিথিরা দীর্ঘ সময় ধরে ভেতরে প্রবেশে বাধাগ্রস্ত হন।
পরে সেখানে দায়িত্ব পালনরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রথমে বিক্ষোভকারীদের সরে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু তারা সরে না যাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেন।
আজ বুধবার দুপুর ২টা ৫০ মিনিটের দিকে শিক্ষার্থীরা সচিবালয়ে ঢুকে পড়েন। এর আগে পুলিশি বাধা উপেক্ষা করে সচিবালয় ঢুকে পড়েছিলেন ফল বাতিলের দাবি করা এবারের এইচএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীরা। পরে তাদের বের করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এরপর শিক্ষার্থীরা যে যার মতো পালিয়ে যান। পরে তারা ৬ নম্বর ভবনের সামনে অবস্থান নেন। তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘিরে রাখে।
এ সময় শিক্ষার্থীরা আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই; উই ওয়ান্ট জাস্টিস; মুগ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই; তুমি কে আমি কে ছাত্র-ছাত্র; আপস না সংগ্রাম, সংগ্রাম-সংগ্রাম ইত্যাদি স্লোগান দিতে থাকেন। এ বিষয়ে জানতে চাইলে শিক্ষার্থীরা বলেন, আমরা সমতার ভিত্তিতে ফলাফল চাই। শিক্ষা বোর্ড থেকে কাউকে ভালো ফল দেয়া হয়েছে আর কাউকে খারাপ। অথচ আমরা ভালো লিখেছি। আমরা চাই দ্রুত সময়ে এই ফল বাতিল করে বঞ্চিতদের পুনরায় মূল্যায়ন করা হোক। এটাই আমাদের দাবি।
আরও পড়ুন
- আ'লীগ নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ঢাবিতে মিছিল, কর্মসূচি ঘোষণা
- জাবিতে ২৮৯ নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মী বহিষ্কার, বরখাস্ত ৯ শিক্ষক
- ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিকের জানাজা জুমার পর
- ধর্ষণের দ্রুততম বিচারের দাবিতে তিন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, ঢাবিতে আল্টিমেটাম
- স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটা বাতিলের আদেশ
- আজ থেকে দীর্ঘ ৪০ দিনের ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান
- বেসরকারী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত
- হল ছাড়ছেন কুয়েট শিক্ষার্থীরা