আবারও বাড়ল স্বর্ণের দাম
বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪ ১১:১১ এএম | আপডেট: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪ ১১:১১ এএম
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৮৯০ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হবে এক লাখ ৪১ হাজার ৯৫১ টাকা।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আগামীকাল বুধবার থেকে নতুন দাম কার্যকর হবে। যা আজ ছিল এক লাখ ৪০ হাজার ৬১ টাকা।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে এক লাখ ৩৫ হাজার ৫০১ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ১৬ হাজার ১৩৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৯৫ হাজার ৪২৩ টাকা করা হয়েছে। তবে অপরিবর্তিত রয়েছে রুপার দাম।
ক্যাটাগরি অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ১০০ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৬ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি এক হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন
- আগামীকাল থেকে ভর্তুকি মূল্যে আলু বেচবে টিসিবি
- ২০২৫ সালে ব্যাংক বন্ধের দিনের তালিকা প্রকাশ
- খেলাপি ঋণ বেড়ে দুই লাখ ৮৫ হাজার কোটি টাকা
- তিন অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ : সিপিডি
- শীত প্রায় চলে এসেছে, কিন্তু সবজির দামে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা
- চতুর্থবারের মতো কমল স্বর্ণের দাম
- সার আমদানির এলসি মার্জিন শিথিল করল বাংলাদেশ ব্যাংক
- আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ১৮.৪৫ বিলিয়ন ডলার