ডেঙ্গু প্রতিরোধে মিরপুরে ছাত্রদলের লিফলেট বিতরণ
শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪ ০৭:১৯ পিএম | আপডেট: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪ ০৭:১৯ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অবিভাবক তারেক রহমানের নির্দেশে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মানুষের বাড়িতে, ফুটপাতে, দোকানে দোকানে, পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করছেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নেতাকর্মীরা।
আজ শনিবার (১৮ অক্টোবর) বিকাল, ৪ টায় রাজধানীর মিরপুর- ১ নম্বর গোল চত্বর সংলগ্ন মুক্তি প্লাজা থেকে শুরু করে, কো-অপারেটিভ মার্কেট, মুক্ত বাংলা মার্কেট, মিরপুর নিউমার্কেট হয়ে ঈদগাঁ মাঠ হয়ে সনি সিনেমা হলের সামনে এসে শেষ হয়।
গণসচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম- আহবায়ক আকরাম আহমেদ। এ সময় তিনি বলেন, শুধু হাটবাজার, দোকানপাট, পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করলেই হবে না, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় দেশের প্রতিটি অঞ্চলের মানুষের বাসায় বাসায় গিয়ে ডেঙ্গু জ্বরে করণীয় ও প্রতিরোধের উপায় কী? তা মানুষের মাঝে তুলে ধরতে হবে। তবেই আমরা এই লিফলেট বিতরণের সুফল পাবো, এই বিষয়ে উপস্থিত নেতাকর্মীদের দিক-নির্দেশনাও দেন তিনি।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল নেতা জিএম আল মামুন, মিরপুর থানা ছাত্রদল নেতা আসাদুজ্জামান রাব্বি, ওয়াসিম আকরাম, সাকিব, দারুসসালাম থানা ছাত্রদল নেতা মোঃ ওমর নাঈম, শফিকুল ইসলাম রাব্বি, রিমন হোসেন, পল্লবী থানা ছাত্রদল নেতা মাহফুজ আল রাফি, মঞ্জুরুল ইসলাম সাজ্জাদ, মিরপুর কলেজ ছাত্রদল নেতা রাকিবুল হাসান, এস এম সায়েম, মোঃ ফয়সাল, মোহাম্মদপুর থানা ছাত্রদল নেতা সাকিবুল হোসেন বাবু, মোঃ পারভেজ খান, মোঃ ফরহাদ, তামিম, বাপ্পি, নজরুল, রায়হান, কাওসার, আদাবর থানা ছাত্রদল নেতা সুমনসহ ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের বিভিন্ন কলেজ, থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।
আরও পড়ুন
- তারেক রহমান দেশ ও জনগণের কল্যাণে কাজ করেন : আতিকুর রহমান রুমন
- শেখ হাসিনা তার বাবাকে দ্বিতীয়বার হত্যা করেছে : গয়েশ্বর
- বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বিএনপির বৈঠক
- রাজধানীর মোহাম্মদপুরে শহীদ ও আহত পরিবারের পাশে তারেক রহমান
- ওবায়দুল কাদের কীভাবে দেশ ছাড়ল, জবাব চান জয়নুল আবদীন ফারুক
- লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ
- প্রয়োজনীয় সংস্কার করে আগামী বছরের মধ্যেই নির্বাচন করা সম্ভব : গণতন্ত্র মঞ্চ
- নির্বাচন চ্যালেঞ্জিং হবে, নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রস্তুুতি নিতে হবে : দুদু