সাকিবের দেশে ফেরা নিয়ে নাটকীয়তা
বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪ ১০:৩৮ এএম | আপডেট: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪ ১০:৩৮ এএম
26.jpeg)
শঙ্কার মুখে পড়েছে সাকিব আল হাসানের দেশে ফেরা। শেষ মুহূর্তে ফের তৈরী হয়েছে নাটকীয়তা। দলে থাকলে বিদায়ী টেস্টে তার খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
সবকিছু ঠিক থাকলে আজ বৃহস্পতিবার দেশে ফেরার কথা ছিল সাকিব আল হাসানের। ক্ষমতার পালাবদলের পর প্রথমবার দেশে পা রাখতে যাচ্ছিলেন তিনি। সেই লক্ষ্যে যুক্তরাষ্ট্র থেকে রওনা দিলেও দুবাইয়ে আটকা পড়েছেন তিনি।
নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় সাকিবকে দেশে ফিরতে অপেক্ষা করতে হচ্ছে। ট্রানজিট নিয়ে বাংলাদেশে আসার কথা থাকলেও সার্বিক দিক বিবেচনায় আপাতত তাকে দুবাইয়ে অবস্থান করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ সরকার।
সূত্রমতে, নিরাপত্তাসহ নানা কারণে তার দেশে ফেরার বিষয়টি আপাতত স্থগিত করা হয়েছে। এমতাবস্থায় সাকিব কী করবেন, বৃহস্পতিবার বিকেলে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে।
কানপুরে অবসরের ঘোষণা দিলেও সুযোগ থাকলে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট খেলে সাদা পোশাকের জার্সিটা তুলে রাখতে চেয়েছিলেন সাকিব। তবে এই নিয়ে নানারকম অনিশ্চয়তা তৈরি হলেও পরবর্তীতে সবুজ সংকেত মেলে।
সুবাদে বৃহস্পতিবার দেশে ফেরার সকল বন্দোবস্ত করে রেখেছিলেন সাকিব। যদিও শেষ মূহূর্তে এসে সেই নিরাপত্তা ইস্যুতেই বাংলাদেশে ফিরতে পারবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
আরও পড়ুন
- বিশ্বচ্যাম্পিয়নদের গোল বন্যায় বিধ্বস্ত ব্রাজিল
- তামিমের হার্টে রিং পরানো হলো, অবস্থার একটু উন্নতি
- মেসিকে ছাড়াই উরুগুয়েকে হারাল আর্জেন্টিনা
- ম্যাচের ৯৯ মিনিটে ভিনির গোল, ব্রাজিলের রোমাঞ্চকর জয়
- দেশে পৌঁছেছেন হামজা চৌধুরী, এয়ারপোর্টে সমর্থকদের ভিড়
- ১৭ মাস পর দলে ফিরে আবারো ইনজুরিতে ছিটকে গেলেন নেইমার
- চ্যাম্পিয়ন্স ট্রফি : ফাইনালে আজ মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড
- মিরপুরে গার্ড অব অনার পেলেন মুশফিকুর রহিম