আমাকে সেবা করার সুযোগ দিলে আর ত্রাণ নিতে হবে না : হাবিব
সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪ ০৭:৪১ পিএম | আপডেট: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪ ০৭:৪১ পিএম
আমাকে সেবা করার সুযোগ দিলে আর ত্রাণ নিতে হবে না। বিগত দিনে আমি যখন সংসদ সদস্য ছিলাম তখন এ এলাকার উন্নয়নে কাজ করেছি। আগামীতে যদি আমাকে সেবা করার সুযোগ দেন তাহলে আপনাদের আর ত্রাণ নিতে হবে না। এলাকায় যেন জলাবদ্ধতা সৃষ্টি না হয় সে ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে।
সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সেতু বাজারে অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কালে এ কথা গুলো বলেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।
তিনি বলেন, সকলের সার্বিক সহযোগতায় ও প্রশাসনের কঠোর পরিশ্রমের কারণে এবারের হিন্দু ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব দূর্গা পূজা সুন্দর ভাবে উৎসব মুখর পরিবেশে উৎযাপিত হয়েছে। আমার নির্বাচনী এলাকার সকল পূজা মন্ডপে যাওয়ার চেষ্টা করেছি। এই অঞ্চলে কোনো প্রকার অপ্রিতিকর ঘটনা ঘটেনি।
আজ সোমবার (১৪ অক্টোবর) বিকালে তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন সরদারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা শেখ তারিকুল হাসান, আইনুল ইসলাম নান্টা, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি মির্জা আতিয়ার রহমান প্রমুখ।
এসময় জলাবদ্ধ এলাকার পানি বন্ধি ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।
আরও পড়ুন
- শেখ হাসিনা তার বাবাকে দ্বিতীয়বার হত্যা করেছে : গয়েশ্বর
- বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বিএনপির বৈঠক
- রাজধানীর মোহাম্মদপুরে শহীদ ও আহত পরিবারের পাশে তারেক রহমান
- ওবায়দুল কাদের কীভাবে দেশ ছাড়ল, জবাব চান জয়নুল আবদীন ফারুক
- লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ
- প্রয়োজনীয় সংস্কার করে আগামী বছরের মধ্যেই নির্বাচন করা সম্ভব : গণতন্ত্র মঞ্চ
- নির্বাচন চ্যালেঞ্জিং হবে, নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রস্তুুতি নিতে হবে : দুদু
- দীর্ঘ দেড় যুগ ধরে মানুষ ভোট দেয়ার প্রতিক্ষায় আছে : কাইয়ুম চৌধুরী