ফের বিশ্ববাজারে বাড়ছে সোনার দাম
রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪ ০৫:২৪ পিএম | আপডেট: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪ ০৫:২৪ পিএম
বিশ্ববাজারে সোনার দামে ব্যাপক অস্থিরতা দেখা যাচ্ছে। সর্বোচ্চ দামের রেকর্ড গড়ার পর কিছুটা দরপতন হলেও এখন ফের দাম বাড়ছে দামি এই ধাতুটির। দুদিনে প্রতি আউন্স সোনার দাম বেড়েছে ৫০ ডলার।
তথ্য পর্যালোচনায় দেখা যায়, চলতি বছরের জুন মাস থেকে সোনার দাম বাড়ার প্রবণতা শুরু হয়। গত ৭ জুন প্রতি আউন্স সোনার দাম ছিল ২ হাজার ২৯৩ ডলার। এরপর দফায় দফায় দাম বেড়ে ১৬ জুলাই প্রতি আউন্স সোনার দাম ২ হাজার ৪৬৮ ডলারে ওঠে।
অবশ্য এখানেই সোনার দাম বাড়ার প্রবণতা থামেনি। এরপরও সোনার দাম বাড়ার প্রবণতা চলতে থাকে। গত ২০ সেপ্টেম্বর ইতিহাসে প্রথমবার প্রতি আউন্স সোনার দাম ২ হাজার ৬০০ ডলারের মাইলফলক স্পর্শ করে। এ রেকর্ড গড়ার পরও সোনার দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকলে ২৬ সেপ্টেম্বর প্রতি আউন্স সোনার দাম ২ হাজার ৬৮২ ডলার পর্যন্ত ওঠে। এটিই এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম।
এই রেকর্ড দাম হওয়ার পর সোনার দাম কমার প্রবণতা দেখা যায়। কয়েক দফায় দাম কমে ১ অক্টোবর প্রতি আউন্স সোনার দাম ২ হাজার ৬৩১ ডলারে নেমে আসে। এরপর কয়েক দফায় সোনার দামে উত্থান-পতন হলেও দাম কমার পাল্লা ভারী হয়। এতে ১০ অক্টোবার লেনদেনের এক পর্যায়ে প্রতি আউন্স সোনার দাম ২ হাজার ৬০৬ ডলারে নেমে যায়।
আরও পড়ুন
- যুক্তরাষ্ট্র থেকে বছরে ৫০ লাখ টন এলএনজি কেনার চুক্তি বাংলাদেশের
- দাম কমেছে সবজির, অস্বাভাবিক সয়াবিন তেলের বাজার
- সবজিতে স্বস্তি ফিরলেও বেড়েছে মাছের দাম, বিপাকে নিম্ন আয়ের মানুষ
- বছরের প্রথম ১১ দিনে রেমিট্যান্স এসেছে ৮ হাজার ৮৩৯ কোটি টাকা
- কাঁচা বাজারে স্বস্তি, চাল-মাছ-মুরগিতে আগুন
- রমজান শেষ হওয়া পর্যন্ত পণ্যের শুল্ক অপরিবর্তিত থাকবে : অর্থা উপদেষ্টা
- পাচার হওয়া অর্থ ফেরাতে নেই কোনো আগ্রগতি, চিঠি চালাচালি আর বৈঠকই সীমাবদ্ধ
- ওষুধসহ ৬৫ পণ্যে ভ্যাট বাড়ানোর উদ্যোগ