মহাঅষ্টমীতে কুমারীপূজায় মন্দিরে ভক্তদের ভিড়
শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪ ০২:২৮ পিএম | আপডেট: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪ ০২:২৮ পিএম
হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার তৃতীয় দিন মহাষ্টমী আজ।
শুক্রবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় মহাঅষ্টমীর দিনে প্রতিবারের মতো এবারও রামকৃষ্ণ মঠ ও মিশনে অনুষ্ঠিত হচ্ছে কুমারী পূজা।
হিন্দু শাস্ত্র মতে, মাতৃভাবে কুমারী কন্যাকে জীবন্ত প্রতিমা করে তাতে জগজ্জননীর উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করাই কুমারী পূজা। শাস্ত্র মতে, এদিন মা দুর্গার অন্য কোনো নামে কুমারীর নামকরণ করা হবে।
এদিকে কুমারী পূজাকে কেন্দ্র করে নতুন পোশাকে সজ্জিত হয়ে সকাল থেকেই মন্দির ও মণ্ডপগুলোতে ছোট-বড় ভক্তদের পদচারণা বৃদ্ধি পেতে থাকে। বেলা বাড়ার সাথে সাথে ভক্তদের ভিড় বাড়তেই থাকে।
পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে ১৬টি উপকরণ দিয়ে। এরপর অগ্নি, জল, বস্ত্র, পুষ্প ও বাতাস– এই পাঁচ উপকরণে দেয়া হয় কুমারী মায়ের পূজা। অর্ঘ্য প্রদানের পর দেবীর গলায় পরানো হবে পুষ্পমাল্য। কুমারী পূজা শেষে ভক্তরা মহাষ্টমীর পুষ্পাঞ্জলি দেবেন।
হিন্দু ধর্মাবলম্বীরা মনে করেন, কুমারী কন্যার পূজা একাধারে সৃষ্টিকর্তার উপাসনা, মানবের বন্দনা আর পৃথিবীতে নারীর মর্যাদার প্রতিষ্ঠা। নারীর সম্মান, মানুষের সম্মান আর সৃষ্টিকর্তার আরাধনাই কুমারী পূজার অন্তর্নিহিত শিক্ষা।
কুমারী পূজা ছাড়াও আজ মহাষ্টমীতে রাজধানীর শাঁখারী বাজার, ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা কালী মন্দিরসহ সারাদেশে বিভিন্ন মন্দিরে বেলা একটা থেকে দিনভর ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হবে। মন্দির ও মণ্ডপগুলোতেও পূজা ও অন্যান্য কর্মসূচি পালন করা হবে।
এর আগে, গত বুধবার (৯ অক্টোবর) মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয় শারদীয় দুর্গোৎসবের দুর্গাপূজা। রোববার (১৩ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এ উৎসবের।
আরও পড়ুন
- মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন মিজানুর রহমান আজহারী
- বহিষ্কৃত চিন্ময়ের কর্মকাণ্ডের দায় নেবে না ইসকন
- মাওলানা সাদের উপস্থিতি নিশ্চিত করতে কাকরাইলে অনুসারীদের অবস্থান, যানজট সৃষ্টি
- সড়ক দুর্ঘটনায় আহত ইসলামি বক্তা মুহাম্মাদ সাইফুল্লাহ
- কাকরাইলে সাদপন্থিদের জামায়াত থেকে মহাসমাবেশের ডাক
- কাকরাইল মসজিদে অবস্থান নিলেন সাদপন্থীরা
- ওমরাহ পালনকারীদের জন্য নতুন নির্দেশনা জারি
- ইসলামি মহাসম্মেলন থেকে ওলামা-মাশায়েখের ৯ দফা দাবি