1. »
  2. সমগ্র দেশ

শেখ হাসিনাসহ ৪৭ জনকে আসামি করে সাংবাদিক মাহমুদুর রহমানের মামলা

বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪ ০৩:৪৫ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪ ০৩:৪৫ পিএম

শেখ হাসিনাসহ ৪৭ জনকে আসামি করে সাংবাদিক মাহমুদুর রহমানের মামলা

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলার ঘটনায় কুষ্টিয়া আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৭ জনের মামলা হয়েছে। মামলাটি নিজে উপস্থিত থেকে করেছেন মাহমুদুর রহমান।

আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি করেন মাহমুদুর রহমান। 

মামলায় তিনি শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মাহবুবউল আলম হানিফ, হাসানুল হক ইনুসহ ৪৭ জনকে আসামি করেছেন।

এর আগে, ২০১৮ সালে কুষ্টিয়া আদালতে হামলার শিকার হন মাহমুদুর রহমান। একটি মানহানির মামলায় কুষ্টিয়া আদালতে জামিন নিতে গেলে তার ওপর হামলা করে ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা। সেই হামলায় রক্তাক্ত ও গুরুতর জখম হন তিনি।