বাড়ছে দুর্গাপূজার ছুটি
মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪ ০২:৫০ পিএম | আপডেট: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪ ০৩:০৩ পিএম
শারদীয় দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।
আজ মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে এসে এ তথ্য জানান তিনি।
মাহফুজ আলম বলেন, পূজার ছুটি একদিন বাড়ানো হবে। বৃহস্পতিবারও পূজার ছুটি থাকবে। আজকেই প্রজ্ঞাপন দেওয়া হবে।
তিনি বলেন, দেশের মধ্যে দেশি-বিদেশি চক্রান্ত চলছে, সেটি প্রতিরোধ করতে কাজ করছে সরকার। দুষ্কৃতকারীদের ধরতে সরকার সচেষ্ট আছে। কোনো ষড়যন্ত্রকারীকেই ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, দেশকে যারা অস্থিতিশীল করতে চেষ্টা করছেন তাদের জন্য বার্তা, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সবার সঙ্গে আছে।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৩ অক্টোবর, রোববার পূজার ছুটি। আর ১১ ও ১২ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এ তালিকায় বৃহস্পতিবার যুক্ত হওয়া দুর্গাপূজায় মোট চারদিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
আরও পড়ুন
- শহীদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ
- উপদেষ্টা হাসান আরিফ আর নেই
- হাসিনার শেষ ৫ বছরে গড়ে প্রতিদিন ৯ জনের বেশি হত্যা
- প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক
- আজকের যুদ্ধ স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার : তারেক রহমান
- মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দিচ্ছেন না খালেদা জিয়া
- বিডিআর হত্যাকাণ্ড : ট্রাইবুনালে হাসিনার বিরুদ্ধে অভিযোগ দায়ের
- আজ আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন ড. ইউনূস