অন্তর্বর্তী সরকার দুই মাসে কিছুই সংস্কার করতে পারেনি : ফারুক
সোমবার, ৭ অক্টোবর, ২০২৪ ০৫:২৪ পিএম | আপডেট: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪ ০৫:২৪ পিএম
অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগণের এখনও কোনো অসন্তোষ না থাকলেও তারা গত দুই মাসে কিছুই সংস্কার করতে পারেনি বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, জনগণের দাবি শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করে রোডম্যাপ দিতে হবে। যৌক্তিক সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষণা করলেই জনগণ বুঝতে পারবে এই অন্তর্বর্তী সরকার ওয়ান ইলেভেনের সরকার নয়।
তিনি আরও বলেন, আওয়ামী লীগকে আবারও রাজনীতি করতে দিলে দেশ পিছিয়ে যাবে। শেখ হাসিনা খুব দূরে নয়, অনেক কাছে। তাই আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
আরও পড়ুন
- শেখ হাসিনা তার বাবাকে দ্বিতীয়বার হত্যা করেছে : গয়েশ্বর
- বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বিএনপির বৈঠক
- রাজধানীর মোহাম্মদপুরে শহীদ ও আহত পরিবারের পাশে তারেক রহমান
- ওবায়দুল কাদের কীভাবে দেশ ছাড়ল, জবাব চান জয়নুল আবদীন ফারুক
- লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ
- প্রয়োজনীয় সংস্কার করে আগামী বছরের মধ্যেই নির্বাচন করা সম্ভব : গণতন্ত্র মঞ্চ
- নির্বাচন চ্যালেঞ্জিং হবে, নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রস্তুুতি নিতে হবে : দুদু
- দীর্ঘ দেড় যুগ ধরে মানুষ ভোট দেয়ার প্রতিক্ষায় আছে : কাইয়ুম চৌধুরী