1. »
  2. রাজনীতি

বিএসএফের গুলিতে নিহত স্বর্ণা দাসের পরিবারের পাশে তারেক রহমান

রবিবার, ৬ অক্টোবর, ২০২৪ ০৪:১৬ পিএম | আপডেট: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪ ০৪:৫৪ পিএম

বিএসএফের গুলিতে নিহত স্বর্ণা দাসের পরিবারের পাশে তারেক রহমান

'বাংলাদেশ জাতীয়তাবাদী দল'- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ’আমরা বিএনপি পরিবার’- এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমানের নির্দেশনায় মৌলভীবাজার জেলার সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক হত্যার শিকার স্বর্ণা দাসের পরিবারের সাথে সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’- এর প্রতিনিধি দল।

আজ রবিবার (০৬ অক্টোবর) সকাল ১১টায় মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার খাগটেকা বাজার সংলগ্ন এলাকায় স্বর্ণা দাসের বাবা ও ভাইয়ের সাথে দেখা করে প্রতিনিধি দলটি। 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’- এর প্রধান উপদেষ্টা এ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ‘আমরা বিএনপি পরিবার’- এর উপদেষ্টা আলমগীর কবীর এবং ‘আমরা বিএনপি পরিবার’- এর আহবায়ক ও সাংবাদিক আতিকুর রহমান রুমন।

মৌলভীবাজার বিএনপির উপদেষ্টা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ‘আমরা বিএনপি পরিবার’- এর সদস্য সচিব কৃষিবিদ মো: মোকছেদুল মোমিন (মিথুন), সদস্য মাসুদ রানা লিটন, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা আবুল কাশেম, সিদ্দিক আহমদ, সায়ফুর রহমান, কুদ্দুস আহমদ, কামাল হোসেন, এনাম উদ্দিন, গুলজার আহমদ রাহেল, হোসেন আহমদ দোলন, জালাল উদ্দিনসহ মৌলভীবাজার জেলা, বড়লেখা উপজেলা বিএনপি ও অন্যান্য অংগ-সংগঠনের নেতৃবৃন্দ।