ডিবি কার্যালয়ে ‘আয়নাঘর’ বা ‘ভাতের হোটেল’ থাকবে না : রেজাউল করিম মল্লিক
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪ ০৬:১৭ পিএম | আপডেট: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪ ০৬:১৭ পিএম
ডিবি কার্যালয়ে আর কোনো ‘আয়নাঘর’ বা ‘ভাতের হোটেল’ থাকবে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।
আজ শনিবার দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘ডিবি কার্যালয়ে কোনও আয়নাঘর থাকবে না। বিগত সময়ের মতো ডিবি কার্যালয়কে ভাতের হোটেল বানানো হবে না। এটি একটি আস্থার জায়গা। যেকোনও ভুক্তভোগীই আমাদের সহায়তা পাবেন।’
এক প্রশ্নের জবাবে রেজাউল করিম মল্লিক বলেন, ‘যে পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ উঠবে কিংবা কোনও অপরাধের সঙ্গে যুক্ত হবে, তাদের আইনের আওতায় আনা হবে।’
ডিবিতে কোনও নায়ক-নায়িকা বা সেলিব্রেটিদের সময় কাটানোর জায়গা হবে না উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ডিবির কলঙ্কিত অধ্যায় শেষ করে সেটিকে পবিত্র করা হবে। এখানে মানুষ ন্যায় বিচার পাবে। আসামি যেই হোক না কেন, সে বিচার পাবে। গ্রেপ্তার আসামিদেরও নির্যাতন করা হবে না। ডিবি অফিসের নাম শুনে আর যেন কেউ আতঙ্কিত না হয়, শুধু আসামিরাই যেন ভয় পায়।’
ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক বলেন, ‘বিগত সময়ে উচ্চাভিলাসী কিছু পুলিশ কর্মকর্তা সমগ্র পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। এর ফলে ছাত্র-জনতার অভ্যুত্থান ও বিগত সরকারের পতনকে ঘিরে সংঘর্ষ-সহিংসতায় পুলিশের মনোবল ভেঙে পড়ে।
দুর্গা পূজা উদযাপনের সময় বিভিন্ন মন্দির ও মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে ডিবি কর্মকর্তারা কাজ করছেন বলে জানান তিনি।
আরও পড়ুন
- শহীদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ
- উপদেষ্টা হাসান আরিফ আর নেই
- হাসিনার শেষ ৫ বছরে গড়ে প্রতিদিন ৯ জনের বেশি হত্যা
- প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক
- আজকের যুদ্ধ স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার : তারেক রহমান
- মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দিচ্ছেন না খালেদা জিয়া
- বিডিআর হত্যাকাণ্ড : ট্রাইবুনালে হাসিনার বিরুদ্ধে অভিযোগ দায়ের
- আজ আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন ড. ইউনূস