মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার একান্ত বৈঠক
শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪ ০৬:২১ পিএম | আপডেট: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪ ০৬:২১ পিএম
বাংলাদেশ সফররত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
আজ শুক্রবার (৪ অক্টোবর) ইউনূস বলেন, পুরনো বন্ধুকে ঢাকায় স্বাগত জানাতে পেরে তিনি খুবই আনন্দিত।
অধ্যাপক ইউনূস ছাত্র নেতৃত্বাধীন বিপ্লব, ছাত্র ও জনগণের আত্মত্যাগ এবং পূর্ববর্তী সরকারের হত্যাযজ্ঞ নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় এবং এর নেতাদের সাথে তার দীর্ঘ সম্পর্কের কথাও বলেন প্রধান উপদেষ্টা।
তারা তাদের ঘনিষ্ঠ বন্ধুত্বের বহিঃপ্রকাশ হিসেবে একই গাড়িতে উঠে দ্বিপক্ষীয় বৈঠকের ভেন্যুর উদ্দেশে রওয়ানা দেন।
এর আগে, শুক্রবার দুপুর ২টার দিকে এক সংক্ষিপ্ত সফরে ঢাকায় পৌঁছান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
সূত্র : ইউএনবি
আরও পড়ুন
- মাঠ পর্যায়ের প্রশাসনই আসল সরকার : প্রধান উপদেষ্টা
- সচিবালয়ে আগুন : তদন্তের রিপোর্ট জমা আজ
- আনিসুল হক ও সালমানকে রক্ষার চেষ্টা, সাময়িক বরখাস্ত সানজিদা
- নববর্ষে আতশবাজি-পটকা ফোটানো থেকে বিরত থাকার আহ্বান
- সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলবে : প্রধান উপদেষ্টা
- আজ থেকে শুরু ‘ঐক্য, সংস্কার, নির্বাচন’ নিয়ে জাতীয় সংলাপ
- সচিবালয়ে লাগা আগুনের কারণ খুঁজতে ৭ সদস্যের কমিটি গঠন
- সচিবালয়ে আগুন ঘটনায় জড়িতদের বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ