1. »
  2. রাজনীতি

শহীদ মাসুদের মেয়ের পড়ালেখার দায়িত্ব নিলেন তারেক রহমান

বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪ ০৪:২৭ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪ ০৮:০৭ পিএম

শহীদ মাসুদের মেয়ের পড়ালেখার দায়িত্ব নিলেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার- এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত বিইউবিটির শিক্ষার্থী শহীদ তাহমিদ এবং শহীদ মাসুদ রানার পরিবারের সাথে সাক্ষাৎ করে তাদের খোঁজ-খবর নিয়েছে বিএনপির একটি প্রতিনিধী দল।

আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে দুই শহিদ পরিবারের সাথে সাক্ষাৎ করে তারক রহমান এর পক্ষ থেকে পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন ও তাদেরকে আর্থিক সহযোগিতা করে প্রতিনিধি দলটি। 

সেই সাথে শহীদ মাসুদ রানার শিশুকন্যা আরোবী ফেরদৌসের পড়ালেখার দায়িত্ব নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার- এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

এসময় উপস্থিত  ছিলেন, বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’- এর প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী, ‘আমরা বিএনপি পরিবার’- এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ‘আমরা বিএনপি পরিবার’- এর আহবায়ক ও সাংবাদিক আতিকুর রহমান রুমন, স্থানীয় বিএনপি নেতা বজলুল বাছিত আঞ্জু, যুবদল নেতা শাকিল মোল্লা, ‘আমরা বিএনপি পরিবার’- এর সদস্য সচিব কৃষিবিদ মিথুন, সদস্য মুস্তাকিম বিল্লাহ, শাহাদত হোসেন, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাবিবুল বাশার, যুগ্ম-সাধারণ সম্পাদক হাসানুর রহমান, হাসনাইন নাহিয়ান সজীব, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান রনি সহ অঙ্গ সঙ্গঠনের নেতৃবৃন্দ। 

সাক্ষাৎ শেষে অপেক্ষমান সাংবাদিকদের রুহুল কবির রিজভী বলেন, যে পরিবারগুলো আমরা দেখে গেলাম, তারা ছিল কর্মক্ষম পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। শহীদ মাসুদ রানার রোজগার দিয়ে তার পরিবার। তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস সাফা অসহায়। তার শিশুকন্যা আরোবী ফেরদৌস আর্তনাদ করছে। এছাড়া শহীদ তাহমিদ এমএ পাস করলে তার চাকরি হতো। তার পরিবার নিম্ন মধ্যবিত্ত। সেমি-বস্তির মতো জায়গায় তারা বসবাস করে। কতো স্বপ্ন নিয়ে তারা লেখা পড়া করেছে। এরা তো নিজের জীবন দিয়ে গণতন্ত্র কিনেছে, নিজের রক্ত দিয়ে এরা গণতন্ত্র কিনেছে। এটা যেন ব্যর্থ না হয়। 

তিনি ড. ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, এ সমস্ত পরিবার যেন না খেয়ে থাকতে না হয়। আপনাকে অনুরোধ করব, যেসব পরিবারে শহীদ হয়েছে, তাদের কোনো ভাই বা স্ত্রী যেই থাকুক তাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ি সরকারি কোনো চাকরি যেন দেওয়া হয়। এটা খুব জরুরী প্রয়োজন।