1. »
  2. আইন আদালত

জামিন পেলেন মাহমুদুর রহমান

বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪ ১১:৫৭ এএম | আপডেট: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪ ১১:৫৭ এএম

জামিন পেলেন মাহমুদুর রহমান

সাবেক প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় জামিন পেলেন আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান।

আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) তার সাজার বিরুদ্ধে আপিল করে জামিন চাইলে আদালত জামিন মঞ্জুর করেন। আদালতে মাহমুদুর রহমানের পক্ষে আপিল করেন তার আইনজীবী ব্যারিস্টার তানভীর আহমেদ।

গতকাল বুধবার ব্যারিস্টার তানভীর আহমেদ বলেন, আপিল আবেদন গৃহীত হওয়া সাপেক্ষে আমরা আপিল শুনানির জন্য প্রস্তুতি নিয়েছি। যদি আদালত আপিল আবেদন গ্রহণ করে শুনানির জন্য বৃহস্পতিবারই ধার্য করেন তাহলে সেই দিনই তার জামিন চাওয়া হবে। আদালত তার জামিন মঞ্জুর করলে কারামুক্ত হতে আর কোনো আইনগত বাধা থাকবে না।

এদিকে গত রোববার (২৯ সেপ্টেম্বর) এ মামলায় আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। ওইদিন মামলায় আপিলের শর্তে জামিন আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।