1. »
  2. রাজনীতি

টুপ করে দেশে ঢুকলে তাদের চুপ করে দেবে জনগণ : ডা. জাহিদ

বুধবার, ২ অক্টোবর, ২০২৪ ০৪:০৬ পিএম | আপডেট: বুধবার, ২ অক্টোবর, ২০২৪ ০৬:২৭ পিএম

টুপ করে দেশে ঢুকলে তাদের চুপ করে দেবে জনগণ : ডা. জাহিদ

বিএনপির  স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সংস্কার প্রস্তাবে সরকারের যেকোনো আহবানে দায়িত্বশীল আচরণ ও ইতিবাচক সাড়া দেবে বিএনপি। তিনি আওয়ামী লীগ প্রধানকে ইঙ্গিত করে বলেন, টুপ করে দেশে ঢুকলে তাদেরকে চুপ করিয়ে দেবে জনগণ।

আজ বুধবার নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেছেন।

এসময় তিনি দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানের শীর্ষপদে আসীন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, জনরোষ থেকে বাঁচতে চাইলে পদত্যাগ করুন। তিনি জানান, পিএসসি, দুদক ও কমিশনে বসে অনেকেই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

আওয়ামী লীগ প্রধানের সমালোচনা করে ডা. জাহিদ বলেন, দেশের মানুষকে বিপদে রেখে কখনও পালিয়ে যাওয়ার দল নয় বিএনপি। টুপ করে ঢুকলে তাদেরকে চুপ করিয়ে দেবে জনগণ।

তিনি বলেন, মানুষের ভোটাধিকার, মানবাধিকার ফিরিয়ে দিতে হবে। গত ১৫ বছরে যারা এসব অপকর্মে করেছে তারা স্বৈরাচারের দোসর। তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে। সংবাদ সম্মেলন থেকে বানভাসি মানুষের মাঝে খাদ্য, শিক্ষা উপকরণসহ নানা সহযোগিতা তুলে দেয় বিএনপি।