বিস্ফোরক মামলায় ফের ৭ দিনের রিমান্ডে সালমান এফ রহমান
বুধবার, ২ অক্টোবর, ২০২৪ ১২:৫৬ পিএম | আপডেট: বুধবার, ২ অক্টোবর, ২০২৪ ১২:৫৬ পিএম
বিস্ফোরক আইনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার (২ অক্টোবর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের একটি আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে, ২৯ সেপ্টেম্বর রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সালমান এফ রহমানকে গ্রেফতার দেখানো হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একটি শান্তিপূর্ণ মিছিল চলাকালে কিছু আসামির নির্দেশে নিরাপরাধ মানুষের ওপর গুলি চালানো হয়। এতে ঘটনাস্থলেই আহত হন মাহফুজুর রহমান, নাসির উদ্দিন, শামীম উসমানসহ অনেকে।
ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হন এবং পরে ঢাকা মেডিকেলে তাকে মৃত ঘোষণা করা হয়।
উল্লেখ্য, গত ১৩ আগস্ট সালমান এফ রহমানকে গ্রেফতারের তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে নিউমার্কেট থানার একটি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।
আরও পড়ুন
- শহীদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ
- উপদেষ্টা হাসান আরিফ আর নেই
- হাসিনার শেষ ৫ বছরে গড়ে প্রতিদিন ৯ জনের বেশি হত্যা
- প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক
- আজকের যুদ্ধ স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার : তারেক রহমান
- মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দিচ্ছেন না খালেদা জিয়া
- বিডিআর হত্যাকাণ্ড : ট্রাইবুনালে হাসিনার বিরুদ্ধে অভিযোগ দায়ের
- আজ আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন ড. ইউনূস